এক্সপ্লোর
Bijoya Dashami: "আসছে বছর আবার এসো মা", সিঁদুরখেলায় মাতলেন কোয়েল-ঋতুপর্ণা-পাওলি
Sindur Khela: বেজে গিয়েছে বিসর্জনের বাজনা৷ ছেলে-মেয়েদের নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি উমার। মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের পাশাপাশি সিঁদুর খেলা। এরপর মা-কে বিদায় জানানোর পালা।
সিঁদুর খেলায় মাতলেন কোয়েল-ঋতুপর্ণা
1/12

বেজে গিয়েছে বিসর্জনের বাজনা৷ ছেলে-মেয়েদের নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি উমার। আনন্দে উচ্ছ্বাসের মাঝেই মিশেছে বিষণ্ণতার সুর৷ মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের পাশাপাশি সিঁদুর খেলা। এরপর মা-কে বিদায় জানানোর পালা।
2/12

সল্টলেকে ইজেডসিসি-র পুজো। দেবীবরণ, সিঁদুর খেলায় মাতলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
Published at : 05 Oct 2022 05:34 PM (IST)
আরও দেখুন






















