এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Durga Puja Sindur Khela : বিদায়বেলায় পানপাতায় দেবীবরণ, সিঁদুর খেলায় মিলে গেলেন সাধারণ থেকে সেলিব্রিটি, দেখুন নজরকাড়া ছবি
Sindur Khela Pics : সিঁদুর খেলায় সাধারণের সঙ্গে মিলে যান সেলিব্রিটিরাও। একে অপরকে রাঙিয়ে দিলেন সোহাগী লালে
সিঁদুরখেলার নজরকাড়া ছবি
1/10

পুজোর শেষ বেলা। শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। এদিন দেবীবরণের পর সিঁদুর খেলায় মাতেন সব মহিলারা।
2/10

সিঁদুর খেলায় সাধারণের সঙ্গে মিলে যান সেলিব্রিটিরাও। কলকাতার আরবানা আবাসনে ধরা পড়ল তেমনই ছবি। মা-কে বরণ করে সিঁদুর খেললেন অভিনেত্রী শুভশ্রী। সঙ্গে ছিলেন স্বামী রাজ চক্রবর্তী।
3/10

সিঁদুরকে ব্রহ্মার প্রতীক বলে মনে করা হয়। ললাটের মাঝে সিঁদুর বিন্দুতে সেই মঙ্গল চিহ্ন আঁকা হয়।
4/10

দেবী দুর্গার সিঁথিতে প্রথমে সিঁদুর অর্পণ করা হয়। তারপর বিদায়বেলায় মাকে মিষ্টি খাইয়ে দেবীকে বরণ করে নেন মেয়েরা। তারপর তারা একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে আনন্দ উদযাপন করা হয়।
5/10

কলকাতার পুজোয় সিঁদুর খেলায় সাধারণের সঙ্গে মিশে সিঁদুর খেললেন তৃণমূল নেত্রী শশী পাঁজাও। এদিন তিনি আর পাঁচজনের মতোই সাধারণ।
6/10

তবে সিঁদুরখেলা শুধু বিবাহিতদের মধ্যে আবদ্ধ নেই। সিঁদুর খেলায় অংশ নেন ছোট থেকে বড় সব মেয়েরা। আবির ও সিঁদুর রঙে রাঙেন পুরুষরাও।
7/10

অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের জন্যই দেবীর আরাধনা। আর সেই ক্ষমতার প্রতীক হিসেবেও দেখা হয় সিঁদুরকে। সেই সঙ্গে সিঁদুর খেলার মাধ্যমে মেয়েরা একে অপরের শুভ কামনা করেন।
8/10

এদিন সিঁদুর খেলায় মাতেন অভিনেত্রী, রাজনীতিক সায়নী ঘোষও। লালের সাজে সায়নী নজর কাড়েন আলাদা ভাবে।
9/10

মহাদশমীর দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মাকে বরণ করার নিয়ম। বিবাহিত মহিলারা পায়ে আলতা পরে ও সিঁথিতে সিঁদুর পরে মাকে বরণ করেন।
10/10

আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। দশমীতে মা-কে আদরে-সোহাগে বলা, আবার এসো মা...
Published at : 24 Oct 2023 03:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























