এক্সপ্লোর
South 24 Parganas: কাদায় কার পায়ের ছাপ? আতঙ্কে কাঁটা মৈপীঠের গ্রাম
Sundarban Tiger Fear:একটা নয়, বেশ কয়েকটি জায়গায় নরম মাটির ওপর তাজা পায়ের ছাপ।
নিজস্ব চিত্র
1/10

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ছড়াল বাঘের আতঙ্ক। মৈপীঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।
2/10

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বনদফতরের আধিকারিকরা। জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু হয়। তারই সঙ্গে চলছে ড্রোন উড়িয়ে তল্লাশি।
3/10

মাইকে প্রচার করতে থাকে পুলিশ। বাড়ির কাছে জঙ্গলে যেতে বারণ করা হয় গ্রামবাসীদের। বাঘের আসার কথা আগে থেকেই জানিয়ে সাবধান করা হয় বাসিন্দাদের।
4/10

একটা নয়, বেশ কয়েকটি জায়গায় নরম মাটির ওপর তাজা পায়ের ছাপ। এই নিয়েই প্রবল আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায়!
5/10

পায়ের ছাপ দেখে হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়। কানাঘুষো-জল্পনা শুরু হয়েছে। ছড়িয়েছে আতঙ্কও।
6/10

গ্রামবাসীদের অনুমান, এই পায়ের ছাপ বাঘেরই। নিজেদের এবং গবাদি পশুর নিরাপত্তার কথা ভেবে আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন তাঁরা।
7/10

সন্ধে হলেই আতঙ্ক আরও গ্রাস করছে এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। মৈপীঠের বাসিন্দা জয়দেব পাত্র বলেন, 'পায়ের ছাপ দেখেছি। বনদফতর এসেছে। সন্ধে হলে আতঙ্ক বাড়বে। সন্ধে হলে কী হবে?'
8/10

সুন্দরবনে লোকালয়ে প্রায়শই বাঘের আতঙ্কের কথা শোনা যায়। মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারানোর কথা শোনা যায়। ফের একবার বাঘ-আতঙ্ক।
9/10

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, বন দফতরের আধিকারিকরা। জাল দিয়ে ঘেরা হয় জঙ্গলের দিকের অংশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালায় বনদফতর।
10/10

বন দফতর সূত্রে জানানো হয়েছে, সব রকম সতর্কতা নেওয়া হয়েছে, প্রাথমিকভাবে অনুমান এটা বাঘের পায়ের ছাপ। তবে তা টাটকা নাকি পুরনো, তা খতিয়ে দেখার পাশাপাশি কোন পথে আসা-যাওয়া করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Published at : 10 Dec 2023 08:53 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















