এক্সপ্লোর
Army Flood Relief Ops জলবন্দি হাওড়া ও হুগলিতে ত্রাণ ও উদ্ধারকার্য সেনার
WhatsApp_Image_2021-10-05_at_242.46_PM_(1)
1/10

রাজ্য সরকারের অনুরোধে প্লাবিত ২ জেলা -- হাওড়া ও হুগলিতে সেনার ৫ কলাম মোতায়েন করা হয়েছে। এক-একটি কলামে রয়েছে প্রায় ৫০ জন জওয়ান। ছবি সৌজন্য - প্রতিরক্ষামন্ত্রক
2/10

এদিন সেনার তরফে জানানো হয়, গত ১ তারিখ থেকে হাওড়ার উদয়নারায়ণপুর এবং হুগলির পুরশুরা, আরামবাগ ও খানাকুলে মোতায়েন রয়েছে এই কলাম। সেখানে উদ্ধার ও ত্রাণ-- দুই কাজই সমানতালে করছে সেনা।
Published at : 05 Oct 2021 04:12 PM (IST)
আরও দেখুন






















