এক্সপ্লোর
সুপার ডিলাক্স বাসের আদলে অঙ্গনওয়াড়ি স্কুল, শিশুমন বিকাশে অভিনব ব্যবস্থা হুগলিতে
মাঠের মাঝে সুবিশাল একটি সুপার ডিলাক্স বাস
1/10

সবুজে মোড়া স্নিগ্ধ গ্ৰাম, আধুনিকতার ছোঁয়ায় মেঠো পথের লাল মাটির কাঁচা রাস্তা এখন বদলে গিয়েছে কালো পাকা রাস্তায়। বর্ষার জলে ধানেরা সবে মাথা তুলতে শুরু করেছে গ্ৰামজুড়ে।
2/10

শহর থেকে অনেক দূরে এমনই একটি মাঠের মাঝে বিশাল একটি সুপার ডিলাক্স বাস যদি এসে দাঁড়ায়, তাহলে অবাক তো হবেই গ্ৰামের সবাই। তেমনি অবাক হয়েছিলেন হুগলির দশঘড়া-২ পঞ্চায়েতের মাদপুর গ্ৰামের মানুষেরা। কাছে এসে জানতে পারেন আদতে বাসটি হল একটি সু-সংহত শিশু বিকাশ কেন্দ্র।
Published at : 21 Aug 2021 01:36 PM (IST)
আরও দেখুন






















