এক্সপ্লোর
Kalighat Temple:স্কাইওয়াক তৈরির ফাঁকেই সোনা দিয়ে বাঁধানো হল কালীঘাট মন্দিরের ৩টি চূড়া
Kolkata Temple:সোনা দিয়ে বাঁধানো হল কালীঘাট মন্দিরের ৩টি চূড়া। মাঝের সোনার চূড়ার দৈর্ঘ্য সাড়ে ৬ ফুট এবং দু পাশের সোনার চূড়াগুলির দৈর্ঘ্য ৬ ফুট।
চূড়ায় সোনার সাজ, নতুন রূপে কালীঘাট মন্দির
1/9

সোনা দিয়ে বাঁধানো হল কালীঘাট মন্দিরের ৩টি চূড়া। মাঝের সোনার চূড়ার দৈর্ঘ্য সাড়ে ৬ ফুট এবং দু পাশের সোনার চূড়াগুলির দৈর্ঘ্য ৬ ফুট। মন্দির সংস্কারের পাশাপাশি কুণ্ড পুকুরের জল পরিষ্কার করতে লাগানো হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।
2/9

নব কলেবরে সেজে উঠছে কালীঘাট মন্দির। কালীঘাট মন্দিরকে ঘিরে তৈরি হচ্ছে স্কাইওয়াক। স্কাইওয়াক তৈরির কাজ শেষ হলেই মেরামত করা হবে আশেপাশের রাস্তাঘাট। এর সঙ্গে তাল মিলিয়ে চলছে কালীঘাট মন্দির সংস্কারের কাজ।
Published at : 14 Jan 2024 01:03 PM (IST)
আরও দেখুন






















