এক্সপ্লোর
Narayan Debnath Facts: দুষ্টু ছেলেরাই অনুপ্রেরণা, বাবার সোনার দোকানেই হাতেখড়ি শিল্পী নারায়ণের
প্রয়াত বাংলা কমিক্সের স্রস্টা।
1/12

বয়সের ভারে নুইয়ে পড়েছিল শরীরে। তাও প্রায় একমাস ধরে চলছিল লড়াই। কিন্তু শেষ রক্ষা হল না। দিন কয়েক আগে হাসপাতালের যে শয্যায় শুয়ে ‘পদ্মশ্রী’ গ্রহণ করেছিলেন, সেখান থেকেই বিদায় নিলেন শিল্পী-লেখক নারায়ণ দেবনাথ।
2/12

কিন্তু ‘হাঁদা-ভোঁদা’ ‘নন্টে-ফন্টে’ ‘বাঁটুল: দ্য গ্রেট’-এর মতো মণিমুক্তো যাঁর হাত দিয়ে বেরিয়েছে, বাংলা কার্টুনের স্রষ্টা নারায়ণ দেবনাথকে চিনে নিন আরও ভাল করে।
Published at : 18 Jan 2022 11:56 AM (IST)
আরও দেখুন






















