এক্সপ্লোর
Kolkata Hand Craft Fair 2021: অকাল বৃষ্টি-দুর্যোগে মন্দা হস্তশিল্পে, মেলার শেষবেলায় ক্রেতার পথ চেয়ে চিত্রকররা
হস্ত শিল্প মেলা
1/18

'দিদি আমার থেকেও কিছু একটা কেনো না'! মেলায় বেশ খানিকটা ভেতরের দিকে ঢুকে বাঁ দিকে। হাতে তৈরি ঢালাও ঝুড়ি নিয়ে বসে রয়েছেন মুর্শিদাবাদ থেকে আসা তরুণী রুকসানা। ওর থেকে ঝুড়ি কিনে ফেরার সময়েই ডাকটা কানে এল। পরনে চুরিদার আর কার্ডিগান। মাঠের ময়লা মেখে চুল অগোছালো। শুকনো মুখে নির্ভেজাল হাসি নিয়ে দাঁড়িয় বছর ১৪-র কিশোরী।
2/18

খুব বেশি নয়, দাম ওই ২০ থেকে ১০০ মধ্যেই। 'কিছু একটা কিনে নিয়ে যাওয়ার' আর্জি নিয়ে বাড়িয়ে দিচ্ছে বাঁশের তৈরি ফুল। দাম? মাত্র ৫০ টাকা। একটু কোণের দিকে জায়গা মেলায় ওর বিক্রি কম। তাই চলতি মানুষদের মাঝে মধ্যেই ডেকে ২০-৩০ টাকার জিনিস কিনে নিয়ে যাওয়ার আবদার করছে ওই কিশোরী। ছবিটা নিউটাউন ইকোপার্কের হস্তশিল্প মেলা প্রাঙ্গনের।
Published at : 15 Dec 2021 07:00 PM (IST)
আরও দেখুন






















