এক্সপ্লোর
TMC 21 July:মূল সমাবেশের আগে থিকথিকে ভিড় ধর্মতলায়, কেমন ছবি কলকাতার প্রাণকেন্দ্রে?
Shahid Diwas 2023: ২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে আজই শেষ ২১ জুলাই! সকাল থেকেই কলকাতামুখী জনস্রোত। বিশাল ভিড় ধর্মতলায়। কলকাতার প্রাণকেন্দ্রের ছবিটা ঠিক কী রকম?

থিকথিকে ভিড় ধর্মতলায়
1/8

২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে আজই শেষ ২১ জুলাই! সকাল থেকেই কলকাতামুখী জনস্রোত।
2/8

জেলা থেকে বাসে-ট্রেনে- নৌকায় আসছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। সকাল থেকেই ধর্মতলার সভামঞ্চের কাছে ভিড় জমছে।
3/8

২১ জুলাই এর মূল মঞ্চটি তিন ভাগে ভাগ করা হয়েছে। মঞ্চের প্রথম ভাগের উচ্চতা ১০ ফুট। দৈর্ঘ্য ৫২ ফুট এবং প্রস্থ ২৮ ফুট।
4/8

মঞ্চের প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী ও আমন্ত্রিতরা।
5/8

মঞ্চের দ্বিতীয় ভাগের উচ্চতা ১১ ফুট। দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। এই মঞ্চে স্বজনহারা পরিবারের সদস্য ও তৃণমূলের সাংসদরা বসবেন।
6/8

২১ জুলাইয়ের মঞ্চের তৃতীয় ভাগের উচ্চতা ১২ ফুট। দৈর্ঘ্য ৪৮ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। এই মঞ্চে বিধায়ক-সহ অন্যদের বসার জায়গা।
7/8

মূল মঞ্চের পাশেই তৈরি হয়েছে চতুর্থ মঞ্চ। সেটি তৃণমূল কাউন্সিলর এবং অন্যান্যদের বসার জায়গা হিসাবে নির্ধারিত। মঞ্চে ওঠার জন্য ৩টি সিঁড়ি তৈরি করা হয়েছে।
8/8

এর মধ্যেই কাতারে কাতারে মানুষের ভিড় ধর্মতলায়। তবে বেলা বাড়ার সঙ্গে ভিড় বাড়তে পারে। হাওড়া স্টেশন থেকে আসা মিছিলের 'টেল এন্ড' এখনও স্টেশনে রয়েছে। সব মিলিয়ে কলকাতার প্রাণকেন্দ্রে বিশাল জমায়েত।
Published at : 21 Jul 2023 11:35 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
