এক্সপ্লোর
Abesh Banerjee Wedding: পাহাড়ের কোলে বিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশের, কনে কে ?
Kurseong Wedding:তৃণমূলের একঝাঁক নেতা উপস্থিত ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে। পাহাড়-শিলিগুড়ি থেকে কলকাতা-সমতল উপস্থিত ছিলেন অনেকেই।
নিজস্ব চিত্র
1/9

কার্শিয়ঙে মুখ্য়মন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্য়োপাধ্য়ায়ের বিয়ের অনুষ্ঠান। কার্শিংয়ে থাকলেও, বিয়ের অনুষ্ঠানে যাননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তখন তিনি সময় কাটাচ্ছিলেন চা শ্রমিকদের সঙ্গে।
2/9

কার্শিয়ঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠান। ছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায় ও পরিবারের অন্যরা (বিঃদ্রঃ - এই ছবির ক্যাপশনে আবেশ বন্দ্যোপাধ্যায়ের নামের জায়গায় ভুল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী)
3/9

ওই অনুষ্ঠানে যোগ দিতে আগেই পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সস্ত্রীক বিয়ের অনুষ্ঠানে ছিলেন তিনি।
4/9

তৃণমূলের একঝাঁক নেতা উপস্থিত ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে। পাহাড়-শিলিগুড়ি থেকে কলকাতা-সমতল উপস্থিত ছিলেন অনেকেই।
5/9

উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, গৌতম দেব থেকে শুরু করে আরও অনেকে, ছিলেন পাহাড়ে তৃণমূলের নেত্রী শান্তা ছেত্রী
6/9

সাবেকি নেপালি পোষাকে সেজেছিলেন আবেশ বন্দ্যোপাধ্যায় এবং নববধূ। ছিমছামভাবে আয়োজন ছিল বিয়ের জায়গায়।
7/9

অনুষ্ঠানের একফাঁকে খোশমেজাজে কার্তিক বন্দ্যোপাধ্যায়, শান্তা ছেত্রী।
8/9

শোনা যাচ্ছে পেশায় ডাক্তার আবেশের বধূও নাকি পেশায় একজন চিকিৎসক।
9/9

সকাল থেকেই বিয়ের অনুষ্ঠানের জন্য ছিল তুমুল ব্যস্ততা। আয়োজনে ছিলেন বহু লোক।
Published at : 07 Dec 2023 10:48 PM (IST)
Tags :
MAMATA BANERJEEআরও দেখুন
Advertisement
Advertisement






















