এক্সপ্লোর
Justice Abhijit Ganguly: 'সুপ্রিম' নির্দেশের পর কী প্রতিক্রিয়া শাসক-বিরোধী শীর্ষ নের্তৃত্বের ?
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সব মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে, নির্দেশ সুপ্রিম কোর্টের, মত আইনজীবীদের একাংশের। এই ইস্যুতে কী প্রতিক্রিয়া শাসক-বিরোধী শীর্ষ নের্তৃত্বের ?
'সুপ্রিম' নির্দেশের পর কী প্রতিক্রিয়া শাসক-বিরোধী শীর্ষ নের্তৃত্বের ?
1/10

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সব মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Abhijit Ganguly) এজলাস থেকে, নির্দেশ সুপ্রিম কোর্টের, মত আইনজীবীদের একাংশের। এই ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের । অশোক গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, 'কোন মামলা কোন বিচারপতি শুনবেন, তা সুপ্রিম কোর্ট ঠিক করে দিতে পারে না। সেই এক্তিয়ার সর্বোচ্চ আদালতের নেই। তবে বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলা উচিত নয় কোনও বিচারপতির।'
2/10

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'এই রায় অত্যন্ত দুভার্গ্যজনক।পশ্চিমবঙ্গের মানুষ আশাহত হয়েছেন।'
3/10

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি আগেও বলেছি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে কোনও রায় আমাদের কাছে শিরোধার্য। সম্পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর রাখি। যেহেতু এটা সাবজুডিস ম্যাটার তাই, আমি এই নিয়ে কোনও মন্তদব্য করতে চাই না। মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন, আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি।'
4/10

বিচারপতি গঙ্গোপাধ্য়ায় এদিন বলেন, 'কুণাল ঘোষকে প্রণাম জানাব। কারণ তিনি যা ভবিষ্যদ্বাণী করেছিলেন আজ তা মিলে গেছে। তিনি এত বড় ভবিষ্যৎদ্রষ্টা সেটা আমার জানা ছিল না', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
5/10

সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'আদালতে ছিলাম। যতটুকু আমি শুনতে পেয়েছি। যে মামলা বিচারের জন্য এসেছে প্রধান বিচারপতির কাছে। যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মামলাটাই অন্য এজলাসে যাবে। এর বাইরে কোনও বিষয় নেই। যখন অর্ডার বলছেন, যা শুনতে পেয়েছি। তখন বলা হয়েছে দিস প্রসিডিং...অর্ডারে তো বলেননি সব মামলা। অর্ডার দেখা পর্যন্ত এটাই মনে হচ্ছে। অর্ডার যখন বেরবে তখন বোঝা যাবে পুরোটা।'
6/10

গত ১৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মন্তব্য় করেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র।এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক।
7/10

এদিন কুণাল ঘোষ বলেন,' বিচারব্যবস্থা এবং বিচারপতিদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। কেউ দোষ করে থাকলে, তদন্ত হবে, শাস্তি হবে। আদালত, আইন যা মনে করবে সেটাই হবে। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের ক্ষেত্রে আমাদের অভিযোগ ছিল, তিনি নির্দিষ্টভাবে একটি রাজনৈতিক দল এবং নেতা-নেত্রীকে আইন বহির্ভূতভাবে বিদ্ধ করছেন। এর বাইরে তাঁর প্রতিও আমাদের পূর্ণ আস্থা এবং সম্মান আছে', প্রতিক্রিয়া কুণাল ঘোষের।
8/10

গত সোমবার সেই মামলার শুনানিতে এবিপি আনন্দকে দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সাক্ষাৎকারের প্রসঙ্গ টানেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভি। আবেদনের সঙ্গে সাক্ষাৎকারের অনুবাদও জমা দেন তাঁরা।
9/10

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলা অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ সুপ্রিম কোর্টের।
10/10

নিয়োগ-দুর্নীতির সব মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে, মত আইনজীবীদের অন্য অংশের। ওয়েবসাইটে আপলোড হওয়ার পরেই জানা যাবে সুপ্রিম কোর্টের বিস্তারিত নির্দেশ।
Published at : 28 Apr 2023 06:29 PM (IST)
View More
Advertisement
Advertisement






















