এক্সপ্লোর
KMC Election Result 2021: 'মানুষের এই আশীর্বাদ জীবন দিয়ে পূরণের চেষ্টা করব', জয়ের পর বার্তা ফিরহাদের
web-firhad-with-family-after-win-anirban-tictac-new-still-211
1/5

কলকাতা পুরনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম বলেন, "মানুষের প্রত্যাশা, বিশ্বাস পূরণ করাটা কর্তব্য। যা বলেছি তা অক্ষরে অক্ষরে পালন করব।"
2/5

এদিনের জয়ের পর ফিরহাদ হাকিম বলেন, "আমি কৃতজ্ঞ, কৃতার্থ এই আশীর্বাদে। যতদিন বাঁচব মানুষের এই ঋণ ও বিশ্বাস জীবন দিয়ে পূরণের চেষ্টা করব।"
3/5

ফিরহাদ হাকিমের স্ত্রীর কথায়, "তৃণমূলের পরিবার আরও বাড়ছে। আগে আমি আসতাম। এখন আমার মেয়েরাও আসছে।" ফিরহাদ হাকিমের প্রসঙ্গে মন্ত্রী-জায়া বলেন, "সবার হয়ে কাজ করেন। মানুষের কাজ করে যান সবসময়। শ্মশানে, হাসপাতালেও যান মানুষের জন্য। সেই ফলই ভোটের বাক্সে।"
4/5

আমরা দায়বদ্ধ কলকাতার নাগরিকদের কাছে। জল জমে মানুষের যাতে দুর্ভোগ না বাড়ে সেটা করব আগামী দিনে। দলনেত্রীর নির্দেশ রয়েছে। প্রত্যেক কাউন্সিলরকে যখন ডাকি তখন পাই। এই বুড়ো বয়সেও কাউন্সিলর হলাম। মানুষের জন্য কাজের জন্য উপলব্ধ থাকতে হবে।
5/5

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রকে বিধানসভা ভোটেও প্রার্থী করেছিল তৃণমূল। কলকাতা বন্দর আসন থেকে জয়ের পর রাজ্যের পরিবহণমন্ত্রী হন ফিরহাদ হাকিম। তারপর পুরভোটেও ৮২ নম্বর ওয়ার্ডে তাঁর ওপরেই ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফল বেরোতে দেখা গেল ১৪ হাজার ৮৬৭ ভোটে জয়ী হয়েছেন তিনি।
Published at : 21 Dec 2021 02:50 PM (IST)
Tags :
TMC Kmc Bharatiya Janata Party Firhad Hakim Calcutta HC Sovan Chatterjee Kolkata Municipal Corporation State Election Commission KMC Election Kolkata Municipal Election 2021 Municipal Election Kolkata Municipal Election West Bengal State Election Commission Kolkata Municipal Corporation Election SEC KMC Election 2021 KMC Election Result 2021 Kolkata Municipal Election Result 2021 পুরসভা ভোটআরও দেখুন
Advertisement
Advertisement






















