এক্সপ্লোর
Cyclone Dana Update: উপকূলের আরও কাছে দানা, কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা, চালু হেল্পলাইন নম্বর
Cyclone Dana News: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। দুর্যোগের আশঙ্কায় বাংলা-ওড়িশা। পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০, কলকাতায় ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। ভয় ধরাচ্ছে বাঁধের পরিস্থিতি।

ফাইল ছবি
1/9

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা রয়েছে।তৎপর কলকাতা পুরসভা। কন্ট্রোল রুমে CC ক্যামেরায় চলছে নজরদারি।
2/9

পুরসভা সূত্রে খবর,দুর্যোগ মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে ওয়ার্ড ও বরোভিত্তিক দল। প্রস্তুত রাখা হয়েছে NDRF টিমকে। জল জমা আটকাতে ২৮১টি নিকাশি যন্ত্র প্রস্তুত রাখা হয়েছে। বাতিল করা হয়েছে পুরকর্মীদের ছুটি।
3/9

আয়লা থেকে আমফান, ইয়াস থেকে ফণী, গত কয়েক বছরে একের পর এক ঘূর্ণিঝড়ের ধাক্কা এসে পড়েছে কলকাতায়। আর এবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া-হুগলির পাশাপাশি,'দানা'র প্রভাব পড়ছে কলকাতাতেও।
4/9

যে হেল্প লাইন চালু করেছে কলকাতা পুরসভা, সেই নম্বরগুলি হল, 2286-1212, 2286-1313, 2286-1414
5/9

কলকাতা পুরসভা জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বাড়তে পারে গঙ্গার জলস্তর। ঢেউয়ের উচ্চতা হতে পারে ১৪ ফুটের কাছাকাছি।
6/9

শহরে জল ঢোকা আটকাতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ রাখা হয় গঙ্গার ঘাটের লকগেটগুলি। শুক্রবার ভোর সাড়ে ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত ফের লকগেট বন্ধ রাখা হবে।
7/9

‘দানা’ হানা দেওয়ার আগেই গঙ্গার ঘাটে ঘাটে কড়া পাহারা। স্পিড বোটে চড়ে বাবুঘাট থেকে রিষড়া পর্যন্ত নজরদারি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। পাশাপাশি, চলছে মাইকে প্রচার।
8/9

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা। প্রস্তুত পুলিশ-প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে লালবাজার। প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশ, পুরসভা, NDRF. বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪টি দলকে প্রস্তুত রাখা হয়েছে।
9/9

ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর বিদ্যুৎ দফতরও। হেল্প লাইন চালু করেছে WBSEDCL ও CESC. WBSEDCL-এর হেল্পলাইন নম্বর 89007-93503 ও 89007-93504. CESC-র হেল্পলাইন নম্বর 033-3501-1912, 033-4403-1912, 18605001912 ও 1912.
Published at : 24 Oct 2024 05:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
