এক্সপ্লোর
North Bengal Rains : মুষলধারা থামার পর নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা দর্শন, লামাহাটা থেকে ছবি দিলেন কলকাতার পর্যটক
North Bengal Rains : মুষলধারা থামার পর নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা দর্শন, লামাহাটা থেকে ছবি দিলেন কলকাতার পর্যটক
1/10

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাংশ। শিলিগুড়ি থেকে বিচ্ছিন্ন কালিম্পং, সিকিম। পর্যটক ও ট্রেকাররা আটকে আছেন অনেকে। এরই মধ্যে কলকাতা থেকে একদল পর্যটক বুধবারই পৌঁছলেন রোহিনী হয়ে লামাহাটায়। আর দুর্যোগ থামার পর প্রত্যক্ষ করলেন নয়নাভিরাম সৌন্দর্য্য
2/10

কলকাতা থেকে যাওয়া পর্যটক অধ্যাপক সৌমেন সরকার জানালেন, দুর্যোগের খবর, লাল সতর্কতা , এসব নিয়ে ভয় তো ছিলই। কিন্তু ফ্লাইট কিছুটা দেরি হওয়া ছাড়া তেমন কোনও অসুবিধেয় পড়েননি তাঁরা। আর বুধবার রাত থেকেই লামাহাটা থেকে প্রত্যক্ষ করেছেন কাঞ্চনজঞ্ঘা।
Published at : 21 Oct 2021 11:59 AM (IST)
আরও দেখুন






















