এক্সপ্লোর
Madhyamgram: ২৮ সেকেন্ডে ৫২টি নাচের মুদ্রা, তাক লাগাল মধ্যমগ্রামের খুদে

নাচে নজির প্রমার
1/10

পাঁচ বছর বয়সে ২৮ সেকেন্ডে নাচের মোট বাহান্নটা মুদ্রা। নজির মধ্যমগ্রামের এক খুদের (তথ্য ও ছবি: সমীরণ পাল)
2/10

ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলল মধ্যমগ্রাম বসুনগর এর বাসিন্দা সাড়ে পাঁচ বছর বয়সী প্রমা পাল
3/10

ইচ্ছে শক্তি আর অভ্যাসের জোরে সাড়ে পাঁচ বছর বয়সে ২৮ সেকেন্ডে নাচের মোট বাহান্নটা মুদ্রা করতে পারে সে।
4/10

পরিবারের তরফে জানান হয়েছে, খুব ছোট থেকেই তার নাচের প্রতি আগ্রহ ছিল।
5/10

পড়াশোনার সঙ্গে সঙ্গে ভরতনট্যম, কত্থক-সহ একাধিক নাচে সে পারদর্শী হয়ে উঠেছিল।
6/10

মেয়ের এই প্রতিভা দেখে বিস্মিত হয়েছিলেন মা-বাবাও। আর এই বিরল প্রতিভা যাতে নষ্ট না হয়, সে জন্য পরিবারের তরফ থেকে ইন্ডিয়ান বুক অব রেকর্ডস-এ আবেদন করা হয়েছিল।
7/10

এরপরই সেই কমিটি জুলাই মাসের মাঝামাঝি সময়ে সাড়া দেয়। সেখান থেকে বলা হয়, প্রমার এই গুণ ও বিরল প্রতিভার সমস্ত তথ্য ও নথি চেয়ে পাঠানো হয়।
8/10

অনলাইনে নাচের ৫২ মুদ্রার ভিডিও এবং যাবতীয় তথ্য পাঠিয়ে দেওয়া হয় পরিবারের তরফ থেকে।
9/10

গত কয়েকদিন আগেই প্রমার বাড়িতে এসে পৌঁছয় ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস পুরস্কার, ট্রফি আই কার্ড।
10/10

এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি পরিবার। প্রমার মা পূরবী সাহা পাল জানিয়েছেন, প্রমা বেড়়ে উঠুক নিজের মত করে।
Published at : 27 Aug 2021 11:49 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
