এক্সপ্লোর
North Bengal Weather: তিস্তার জল উঠে এল রাস্তায়, ভাঙল সেতু, ধসে চাপা পড়ে মৃত ২, বেড়াতে গিয়ে আটকে পর্যটকরা, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
North Bengal Rains: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভাঙল সেতু, জায়গায় জায়গায় ধস। জাতীয় সড়ক বন্ধ। আটকে পর্যটকরা।
-নিজস্ব চিত্র।
1/12

ভারী বৃষ্টিতে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে। বিপদসীমাপর উপর দিয়ে বইছে তিস্তা নদী। ধস নেমেছে জায়গায় জায়গায়। শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ পাহাড়ের। বন্ধ জাতীয় সড়ক। ভেঙে পড়েছে দুধিয়া সেতু। ধসে চাপা পড়ে দুই শিশুর মৃত্যুর খবর মিলছে।
2/12

অতিরিক্ত বৃষ্টির জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তার জল। তিস্তা বাজার ও রবিঝোরায় কার্যত রাস্তায় উঠে এসেছে নদী।
Published at : 05 Oct 2025 09:43 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















