এক্সপ্লোর
Panchayat Election 2023: পতাকা থেকে টি-শার্টের অর্ডার, তুঙ্গে ব্যস্ততা, ভোটের বাংলায় অন্য ছবি হাওড়ায়
Panchayat Poll 2023: ভোট হঠাৎ ঘোষণা হয়ে যাওয়ার ফলে তাঁদের কাজের চাপ বেড়ে গিয়েছে। সব রাজনৈতিক দলই চাইছে, তাদের যেন তাড়াতাড়ি পতাকা দিয়ে দেওয়া হয়।
ফাইল ছবি
1/10

পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রথম থেকেই হানাহানি, মারপিট-হিংসার ছবি সামনে এসেছে। রক্তপাত, হিংসার ঘটনার থেকে চোখ সরালে এই নির্বাচনের আরও একটি দিক রয়েছে, তা হল অর্থনৈতিক দিক। (ছবি ও তথ্য- সুনীত হালদার)
2/10

নির্বাচন এলেই তার সঙ্গে প্রয়োজন পড়ে পতাকা, ফ্লেক্স, ব্যানারের। ফলে চাহিদাও এক লাফে বেড়ে গিয়েছে অনেকটাই। আর তাতেই লাভের মুখ দেখছেন এর সঙ্গে যুক্ত ছোট-বড় ব্যবসায়ী, শ্রমিকরা। এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন বহু মানুষ। হাওড়া জেলায় বেশ স্পষ্ট এই ছবি। (ছবি ও তথ্য- সুনীত হালদার)
Published at : 23 Jun 2023 02:48 PM (IST)
আরও দেখুন






















