এক্সপ্লোর
Narendra Modi : বছরশেষে ঝটিকা সফর, মোদি-সূচিতে থাকছে কী কী ?
রাজ্য়ের প্রথম এবং দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করতে শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছে আরও একগুচ্ছ কর্মসূচি।
![রাজ্য়ের প্রথম এবং দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করতে শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছে আরও একগুচ্ছ কর্মসূচি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/c932c83c3e28d6e833d1607fe50a990a167230326248352_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
MODI,Narendra Modi,narendra Modi,West Bengal,Vande Bharat
1/11
![সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সকাল ১০ টা ১৫ নাগাদ মোদি পৌঁছবেন রেস কোর্সে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/938e44d912c46f4037de04593efe9151f1a87.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সকাল ১০ টা ১৫ নাগাদ মোদি পৌঁছবেন রেস কোর্সে।
2/11
![আরসিটিসি হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশন পৌঁছবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/38240dad0de016dddcf8b9b3eaad3b984000e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আরসিটিসি হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশন পৌঁছবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
3/11
![সকাল ১১ টা নাগাদ হাওড়া স্টেশন থেকে গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়ের দিকে রওনা দেবে প্রধানমন্ত্রীর কনভয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/c8c21f5ae57312de181479675379ff73fd5d5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সকাল ১১ টা নাগাদ হাওড়া স্টেশন থেকে গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়ের দিকে রওনা দেবে প্রধানমন্ত্রীর কনভয়।
4/11
![১১-১০-এ আইএনএস সুভাষে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা নরেন্দ্র মোদির। সেখানেই ‘নমামি গঙ্গে’ এবং ‘ডিডব্লুএস’-এর একটি প্রদর্শনীতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/51f241b806098d015a2e0428eb6b4420c3514.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১১-১০-এ আইএনএস সুভাষে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা নরেন্দ্র মোদির। সেখানেই ‘নমামি গঙ্গে’ এবং ‘ডিডব্লুএস’-এর একটি প্রদর্শনীতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী।
5/11
![সকাল ১১-৩৫-এ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/59a5150f54a47dde5d88b3ed542e13db7f58d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সকাল ১১-৩৫-এ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
6/11
![এরপর মধ্যাহ্ন ভোজ সেরে দুপুর ১-৫৫-য় গার্ডেনরিচ থেকে হেলিপ্যাডের দিকে রওনা দেবে মোদির কনভয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/0763123b3c8b1213431cffb426072f26406b9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর মধ্যাহ্ন ভোজ সেরে দুপুর ১-৫৫-য় গার্ডেনরিচ থেকে হেলিপ্যাডের দিকে রওনা দেবে মোদির কনভয়।
7/11
![দুপুর সোয়া ২টো নাগাদ দিল্লি উড়ে যাবে প্রধানমন্ত্রীর বিমান। সূত্রের খবর, শুক্রবারই জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রীর হাতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/c747bd8a0d6c0e654b3501eba766d79bdded7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুপুর সোয়া ২টো নাগাদ দিল্লি উড়ে যাবে প্রধানমন্ত্রীর বিমান। সূত্রের খবর, শুক্রবারই জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রীর হাতে।
8/11
![দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেন উদ্বোধন করতে শুক্রবার রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/e23cdc7370a20d7b407bb38e120e056dc6316.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেন উদ্বোধন করতে শুক্রবার রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
9/11
![প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। পাশাপাশি নতুন করে সেজে উঠছে ইডেন গার্ডেন্স স্টেশন সহ গঙ্গা তীরবর্তী চক্ররেলের স্টেশনগুলি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/7f72fa6dd4732d085634de978a5257ac54df5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। পাশাপাশি নতুন করে সেজে উঠছে ইডেন গার্ডেন্স স্টেশন সহ গঙ্গা তীরবর্তী চক্ররেলের স্টেশনগুলি।
10/11
![পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার সারাদিন এবং শুক্রবার দুপুর ২টো পর্যন্ত ওই প্ল্যাটফর্মগুলি পুরোপুরি বন্ধ থাকবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/bf31267d773ecd7ba23369161928ccadd2f6c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার সারাদিন এবং শুক্রবার দুপুর ২টো পর্যন্ত ওই প্ল্যাটফর্মগুলি পুরোপুরি বন্ধ থাকবে।
11/11
![শুক্রবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোড। এদিকে, স্ট্র্যান্ড রোড থেকে সরানো হচ্ছে অপ্রয়োজনীয় হোর্ডিং। তুলে দেওয়া হয়েছে রাস্তার আশেপাশের দোকান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/d79c9a3d4bf7aae6c6f82f916b490515da4d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুক্রবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোড। এদিকে, স্ট্র্যান্ড রোড থেকে সরানো হচ্ছে অপ্রয়োজনীয় হোর্ডিং। তুলে দেওয়া হয়েছে রাস্তার আশেপাশের দোকান।
Published at : 29 Dec 2022 02:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)