এক্সপ্লোর
Weather Update: ঝেঁপে আসছে বৃষ্টি, বড়সড় দুর্যোগের আশঙ্কা এই জেলাগুলিতে
Rain Forecast: রবিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ফাইল ছবি
1/9

দীপাবলির আগে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। সোমবারই পরিণত হতে পারে নিম্নচাপে। কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি।
2/9

দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো কাটিয়ে আলোর উৎসবের দিন গুনছে বাঙালি। আর তার মধ্যেই মন অন্ধকার করা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
3/9

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্য় আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, সোমবারের মধ্যে পরিণত হতে পারে নিম্নচাপে।
4/9

যার ফলে, রবিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
5/9

বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
6/9

গতকাল সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "মধ্য় আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২১ তারিখে (সোমবার) পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের পাশ্ববর্তী উত্তর আন্দামান সাগরে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে।''
7/9

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এটা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ২৩ তারিখে (বুধবার)।
8/9

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি জেলাতেও এক-দু'জায়গায় হতে পারে।
9/9

হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "২৩ তারিখে (বুধবার) বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণ ২৪ পরগনা আর পূর্ব মেদিনীপুর, দুই জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।''
Published at : 20 Oct 2024 11:20 AM (IST)
View More
Advertisement
Advertisement
























