এক্সপ্লোর
Remal Cyclone Update: জল থইথই কলকাতা! কোথায় নামল? কোথাও এখনও জলবন্দি শহর?
Remal Cyclone Kolkata Waterlogged: মেয়র জানিয়েছিলেন বৃষ্টি বন্ধ হওয়ার পাঁচ ঘণ্টা পর থেকে নামবে জল। অনেক জায়গায় জল নামলেও, এখনও জলবন্দি ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ।
নিজস্ব চিত্র
1/10

রেমালের তাণ্ডবে কলকাতার রাস্তা জল থইথই। রবিবার থেকে প্রায় টানা বৃষ্টি কলকাতা শহরে। একদিকে নাগাড়ে বৃষ্টি, অন্যদিকে ভরা কোটালে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়া- এই সাঁড়াশি চাপে কলকাতা শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়েছে।
2/10

লাগাতার বৃষ্টির জেরে কলকাতার একাধিক জায়গায় জল জমে বিপত্তি। ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বেহালার পর্ণশ্রী, জমা জলে নাজেহাল স্থানীয়রা। যদিও অধিকাংশ এলাকাতেই বৃষ্টি কমতেই সরতে শুরু করেছে জল
Published at : 27 May 2024 07:16 PM (IST)
Tags :
Remal Cyclone Updateআরও দেখুন






















