এক্সপ্লোর
শেখ শাহজাহানের ভাই সিরাজ, যার নামেই থরো থরো কাঁপে গ্রামবাসীরা ! শুনুন তাঁর 'কীর্তি'
Sandeshkhali Update : গ্রামবাসীদের অভিযোগ, বেড়মজুর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত জুড়ে শেখ সিরাজ-রাজ। দাদার মতোই, ভাইয়ের অত্যাচারের তালিকাও দীর্ঘ।
শেখ শাহজাহানের ভাই সিরাজ
1/8

সন্দেশখালি অধ্য়ায়ে অভিযুক্তদের তালিকায় নতুন জুড়েছে একটি নাম। শেখ সিরাজউদ্দিন। যিনি সম্পর্কে শেখ শাহজাহানের ভাই। দাদার মতোই, জমি দখল করে ভেড়ি তৈরি, চাষের জমি দখল, একাধিক অভিযোগ রয়েছে এই সিরাজের বিরুদ্ধে।
2/8

এবার এই সিরাজের ভেড়িতেই চলল ভাঙচুর। জ্বলল আগুন। দফায় দফায় পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন গ্রামবাসীরা। 'আমাদের টাকা পয়সা নিয়েছে ঘর দেবে বলে, তাও দেয়নি। সব টাকা পয়সা খেয়েছে। ওই ডাক্তার... সিরাজ ডাক্তার...বিচার চাইতে গেলে টাকা চায়। ' গলা চড়িয়েছেন গ্রামের মানুষজন।
Published at : 24 Feb 2024 04:25 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের





















