এক্সপ্লোর
Sarada Maa: তিনি 'সতেরও মা, অসতেরও মা', সারদা মায়ের ১৭০ তম জন্মতিথিতে অজানা তথ্য
Sarada Maa: বাগবাজারে মায়ের বাড়িতেও সারাদিন ধরে চলবে বিশেষ পুজো।দুপুরে হোমের আয়োজন করা হয়েছে
আজ সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি
1/9

আজ সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি। বাগবাজার মায়ের বাড়ি থেকে বেলুড়মঠ সর্বত্রই বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ভোরবেলা বেলুড়ে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্তব গান, বেদ পাঠ, ভজন, বিশেষ পুজো ও হোম হবে।
2/9

দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যারতি দিয়ে শেষ হবে সারদা মায়ের জন্মতিথি উৎসব। বাগবাজারে মায়ের বাড়িতেও সারাদিন ধরে চলবে বিশেষ পুজো।দুপুরে হোমের আয়োজন করা হয়েছে। করোনা-পর্বের বিধিনিধেষ না থাকায় এবার সারদা মায়ের জন্মতিথিতে বেলুড় ও বাগবাজারে সকাল থেকে ভক্ত সমাগম হয়েছে।
Published at : 15 Dec 2022 03:41 PM (IST)
আরও দেখুন






















