এক্সপ্লোর
Weather Update: শিলাবৃষ্টির সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ! আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
Rain Forecast: ২২ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। আপনার জেলা সেই তালিকায় রয়েছে কি? দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার আপডেট।

আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? জেনে নেওয়া যাক
1/10

২০ মার্চ থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। ২২ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। আপনার জেলা সেই তালিকায় রয়েছে কি? কবে স্বস্তির বৃষ্টিতে ভিজবে আপনার শহর? দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার আপডেট।
2/10

২১ মার্চ, অর্থাৎ আগামীকাল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলী, পূর্ব বর্ধমান, হাওড়া ও আরও দু'একটি জায়গায় ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
3/10

অন্যান্য জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সহ বর্জ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারি থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই।
4/10

২২ মার্চ, অর্থাৎ শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানের দু এক জায়গায় বর্জ্রসহ শিলাবৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
5/10

২১ তারিখ অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ তারিখ মালদা,দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি ও হালকা থেক মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
6/10

অন্যান্য জেলাগুলিতে এক বা দুটি জেলাগুলিতে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ৫০-৬০ কিলোমিটারঘন্টা বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
7/10

মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দাঁড়িয়ে থাকা ফলস, শাকসবজি ও উদ্যান চাষের ক্ষতি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খোলা জায়গায়।
8/10

২২ তারিখ, শনিবার ইডেনে নাইট রাইডার্স ও আরসিবির ম্যাচ রয়েছে। সঙ্গে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানও। তবে বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ ভেস্তে যাওয়ার প্রমাদ গুনছেন অনেকেই।
9/10

বজ্রঝড় চলাকালীন নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ ও বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। বজ্রঝড় চলাকালীন যান চলাচল উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে।
10/10

বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ কিছুটা নিচে নামতে পারে। কমতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে কয়েকদিন পরে ফের গরম পরবে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে
Published at : 21 Mar 2025 12:05 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
