এক্সপ্লোর
Weather Update: তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা- কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
Weather Alert in West Bengal: উত্তর ও দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টিপাত?

নিজস্ব চিত্র
1/9

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ। ধীর গতিতে তা পশ্চিমের দিকে এগোচ্ছে। বাংলার ওপর দিয়ে তা ঝাড়খণ্ডের দিকে যাবে। রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। জানাল আবহাওয়া দফতর।
2/9

কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে।
3/9

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে
4/9

IMD-এর তরফে X হ্যান্ডেলে যে পোস্ট করা হয়েছে। তাতে ২৩ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে।
5/9

উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এই সময়ে সারা জেলাজুড়েই হালকা থেকে মাঝারি Widespread বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, মূলত ২৩ অগাস্ট থেকে ২৯ অগাস্ট।
6/9

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে মোটের উপর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্য়দিকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে তুলনায় কম।
7/9

প্রথম সপ্তাহের প্রথমদিকে দক্ষিণবঙ্গের নানা জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ৩০ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের নানা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে তুমুল ভারী বৃষ্টি হতে পারে।
8/9

২৪ অগাস্টে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। গোটা দক্ষিণবঙ্গেই বিচ্ছিন্ন ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
9/9

২৫ অগাস্টে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে কমলা সতর্কতা। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় হলুদ সতর্কতা রয়েছে। রয়েছে বৃষ্টির সতর্কতাও।
Published at : 23 Aug 2024 08:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
