এক্সপ্লোর
Monsoon Forecast : কেরল শুরু প্রাক বর্ষার বৃষ্টি, বাধা কাটিয়ে বাংলায় কবে বর্ষা ? আপাতত জারি গরমের অস্বস্তি
কার্যত চাতক পাখির মতোই বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী। জ্বালাপোড়া গরমের সঙ্গে তীব্র অস্বস্তিতে নাজেহাল অবস্থা। এর মাঝেই আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গে বর্ষা এল বলে।
Monsoon Forecast
1/10

আবহাওয়াবিদদের অনুমান, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকবে। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কেরল-সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, মেঘালয় ও অসমে।
2/10

একই সঙ্গে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে। আগামী রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। তবে তার আগে জারি থাকবে অস্বস্তির আবহ।
Published at : 08 Jun 2023 08:29 AM (IST)
আরও দেখুন






















