এক্সপ্লোর
Weather Alert: দক্ষিণে আরও তীব্র হবে দহনজ্বালা? কতদিন চলবে এই তাপপ্রবাহ?
দক্ষিণে আরও তীব্র হবে দহনজ্বালা? কতদিন চলবে এই তাপপ্রবাহ?
কলকাতাতে পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে
1/7

উত্তরে বৃষ্টি, দক্ষিণে দহন-জ্বালা। বইবে লু, রাজ্যের পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী কয়েকটি জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতাও জারি রয়েছে।
2/7

গতকাল পশ্চিম বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা ছিল ৪৫.১, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি বেশি। বাঁকুড়ায় পারদ উঠেছিল ৪৪ ডিগ্রিতে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাপমাত্রা ছিল ৪৩.৬।
Published at : 21 Apr 2024 09:13 AM (IST)
আরও দেখুন






















