এক্সপ্লোর
Weather Update : তাপপ্রবাহের রক্তচক্ষু, লু বইবার আশঙ্কা ! এরই মধ্যে ৫ জেলার জন্য বৃষ্টির সঙ্কেত
Weather Today : আগামী ১৭ এপ্রিল রাজ্যের কয়েকটি জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কোন কোন জেলায় বৃষ্টি হবে ?
1/8

গরমের হাত থেকে বাঁচতে বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। হালকা পোশাক এবং ছাতা ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে জল ORS বা লেবুজল খাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
2/8

পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া, দুই জেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রির ওপরে। ৭ জেলায় পারদ ৪০ ডিগ্রির ওপরে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩৮.৭, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
3/8

আগামী কাল রাম নবমী। এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা মাত্রাতিরিক্ত হবে।
4/8

আগামী ১৭ এপ্রিল রাজ্যের কয়েকটি জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তারি হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
5/8

আগামী ১৮ এপ্রিলও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং জুড়ে এক বা দুটি জায়গায় তাপপ্রবাহের অবস্থা থাকতে পারে।
6/8

দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার এক বা দুটি জায়গায় তাপপ্রবাহের অবস্থা থাকতে পারে। এদিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্র এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।
7/8

শুক্র ও শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বইতে পারে লু।
8/8

অন্যদিকে উত্তরের ৫ জেলায় ভিজবে বৃষ্টিতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। শুক্রবার লোকসভা ভোটের পয়লা দফা। আর উত্তরবঙ্গ দিয়েই শুরু হচ্ছে ভোট।
Published at : 16 Apr 2024 04:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
