এক্সপ্লোর
Weather Update: রাত পেরোলেই বৃষ্টি ভাসতে চলেছে কলকাতা ? বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে
West Bengal Weather Update : আগামীকাল কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে ? জানাল হাওয়া অফিস

আবহাওয়া
1/10

রাত পেরোলেই ফের দুর্যোগের আশঙ্কার বার্তা দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ১৫ জেলায় হলুদ ও কমল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের ৮ জেলাতেও জারি করা হয়েছে সতর্কবার্তা ।
2/10

IMD সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।
3/10

পাশাপাশি উত্তরবঙ্গে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
4/10

অপরদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে কলকাতায়। এদিন সকাল থেকেই অস্বস্তি বাড়িয়েছে আপেক্ষিক আর্দ্রতা।
5/10

হাওয়া অফিস জানিয়েছে, সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫। বিকেল সাড়ে ৫ টায় তা গিয়ে দাঁড়ায় ৮৯ শতাংশে।
6/10

পাশাপাশি আগামীকাল কলকাতায় তাপমাত্রার খুব একটা বদল হবে না। মূলত ২৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে তাপমাত্রা।
7/10

পাশাপাশি হাওয়া অফিস স্পষ্ট ভাবে জানিয়েছে, বাইরে বের হবার আগে, অবশ্যই যেনও ওয়েদার রিপোর্ট দেখে নেয় সাধারণ মানুষ।
8/10

জল জমার আশঙ্কা কথাও জানানো হয়েছে। যেখানে চাষের নিচু জমি রয়েছে, সেই সকল স্থানে যেন আগাম নিকাশি ব্যবস্থার আয়োজন করা হয়।
9/10

পাশাপাশি বজ্রপাত হলে নিরাপদ আশ্রয়ে থাকার বার্তাও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
10/10

ইতিমধ্যেই একটানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা দেখেছে উত্তরবঙ্গ। এদিকে কয়েকমাস আগেও তাপপ্রবাহেও চরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল। গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল রাজ্য তথা দেশের মানুষের। কবে বর্ষা ঢুকবে, এ নিয়ে রীতিমত সকলেই দিন গুণছিল মানুষ। আর ঠিক সেই সময়েই আশা সত্যি করে দেরি হলেও বাংলায় বর্ষা প্রবেশ করে। কিন্তু সেই বর্ষাও শান্তি বয়ে আনল না।
Published at : 19 Aug 2024 09:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
