এক্সপ্লোর
Weather Alert: এবার সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গেও বৃষ্টি! বাদ যাবে না কলকাতাও! কবে হবে?
Rain Alert in West Bengal: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটিই সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ এবং লাগোয়া এলাকায় প্রভাব ফেলছে।
2/10

আবহাওয়া দফতর জানাচ্ছে এখন যা আবহাওয়া-সংক্রান্ত পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
3/10

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে বৃহস্পতিবার আকাশ মোটের উপর মেঘলা আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে।
4/10

বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।
5/10

শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
6/10

আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। এখানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।
7/10

২ জুলাইতেও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। বেশি বৃষ্টি হবে ডুয়ার্স এলাকায়।
8/10

বুধবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায়।
9/10

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে।
10/10

আবহাওয়া দফতরের তরফ থেকে প্রবল বৃষ্টিতে শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কাঁচা বাঁধের ক্ষতির আশঙ্কা করা হয়েছে। নীচু এলাকা প্লাবিত হতে পারবে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বিপদসীমায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে।
Published at : 01 Jul 2024 07:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























