এক্সপ্লোর
Weather Alert: এবার সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গেও বৃষ্টি! বাদ যাবে না কলকাতাও! কবে হবে?
Rain Alert in West Bengal: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
![Rain Alert in West Bengal: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/eb7a55286ab8fffc740bd88df0474cf71719841555143385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10
![পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটিই সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ এবং লাগোয়া এলাকায় প্রভাব ফেলছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/2678a532ff044edbc93e0525f36b0583cd0fa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটিই সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ এবং লাগোয়া এলাকায় প্রভাব ফেলছে।
2/10
![আবহাওয়া দফতর জানাচ্ছে এখন যা আবহাওয়া-সংক্রান্ত পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/24de376983ff9a6344a207d22f77c99d8e221.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আবহাওয়া দফতর জানাচ্ছে এখন যা আবহাওয়া-সংক্রান্ত পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
3/10
![দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে বৃহস্পতিবার আকাশ মোটের উপর মেঘলা আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/e1c3477400cfa66ea7623f0730bfdebf34f0f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে বৃহস্পতিবার আকাশ মোটের উপর মেঘলা আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে।
4/10
![বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/527e7d8e96d97290eda1eefd4c0e17baf938f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।
5/10
![শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/5e97f6d05d4cb919a6337ac2260b038e3193e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
6/10
![আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। এখানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/072ebf93ae7e4c8fb7d26b584bfc37c2e8baa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। এখানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।
7/10
![২ জুলাইতেও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। বেশি বৃষ্টি হবে ডুয়ার্স এলাকায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/a41cd117cb79db96ffad09973311aed3192e2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২ জুলাইতেও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। বেশি বৃষ্টি হবে ডুয়ার্স এলাকায়।
8/10
![বুধবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/94bba99c0b30d4162cd49042e7b99b02b1301.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বুধবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায়।
9/10
![উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/1390a17a6924a3b9a4db4cb6b1dec21c8d9cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে।
10/10
![আবহাওয়া দফতরের তরফ থেকে প্রবল বৃষ্টিতে শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কাঁচা বাঁধের ক্ষতির আশঙ্কা করা হয়েছে। নীচু এলাকা প্লাবিত হতে পারবে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বিপদসীমায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/4fe45171bfcb5e0f4c76d088630143db633f2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আবহাওয়া দফতরের তরফ থেকে প্রবল বৃষ্টিতে শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কাঁচা বাঁধের ক্ষতির আশঙ্কা করা হয়েছে। নীচু এলাকা প্লাবিত হতে পারবে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বিপদসীমায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে।
Published at : 01 Jul 2024 07:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)