এক্সপ্লোর
Weather Update: আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস, পৌষের শেষে শীতে কাঁপছে গোটা রাজ্য
WB Winter Forecast: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম, এই তিন জেলার কিছু অংশে শৈত্য়প্রবাহের সতর্কতা জারি হয়েছে।
![WB Winter Forecast: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম, এই তিন জেলার কিছু অংশে শৈত্য়প্রবাহের সতর্কতা জারি হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/e3517c8b86472c1307bf7db9dcd5a6b4170523095805651_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি সৌজন্যে-পিটিআই
1/10
![আগামী এক-দু দিন তাপমাত্রা একইরকম থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/110fcd3ddd8cf48bc82760d75b0c662f7db84.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামী এক-দু দিন তাপমাত্রা একইরকম থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
2/10
![পৌষের শেষবেলায় শীতের ঝোড়ো ব্যাটিং। ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য়। পারদ-পতনে রবিবার শৈল শহর দার্জিলিঙের সঙ্গে টেক্কা দিল জঙ্গলমহলের জেলা পুরুলিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/bb5e0e4845a88c4ba0b33e728c287c805717c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পৌষের শেষবেলায় শীতের ঝোড়ো ব্যাটিং। ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য়। পারদ-পতনে রবিবার শৈল শহর দার্জিলিঙের সঙ্গে টেক্কা দিল জঙ্গলমহলের জেলা পুরুলিয়া।
3/10
![ভৌগলিক দূরত্ব ৬০০ কিমির বেশি হলেও পারদ পতনে এক হয়ে গেল রাজ্যের দুই প্রান্ত। এদিন দুই জেলারই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/84f9e35a26a27d230c0640e46dfd155e4a33e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভৌগলিক দূরত্ব ৬০০ কিমির বেশি হলেও পারদ পতনে এক হয়ে গেল রাজ্যের দুই প্রান্ত। এদিন দুই জেলারই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
4/10
![পারদ-পতনে এক জেলা অপর জেলাকে টেক্কা দিচ্ছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৮.৯, বহরমপুরের ৯.৬ ডিগ্রি,পানাগড়ের তাপমাত্রা ছিল ৮.১,শ্রীনিকেতনে ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/e6c3d481a516aaeab2fb9557f70f2ba78e5bb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পারদ-পতনে এক জেলা অপর জেলাকে টেক্কা দিচ্ছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৮.৯, বহরমপুরের ৯.৬ ডিগ্রি,পানাগড়ের তাপমাত্রা ছিল ৮.১,শ্রীনিকেতনে ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
5/10
![পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে শৈত্য় প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/619170f9c11e24be010458b7b5683c2f0f8fd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে শৈত্য় প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
6/10
![পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১-২ দিন তাপমাত্রা একইরকম থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে থাকবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/a73e2be981ef4007fbc026599048d4e85205e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১-২ দিন তাপমাত্রা একইরকম থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে থাকবে।
7/10
![মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/1134684e3c06cf01eabbe7f1b633adfb22094.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8/10
![বৃহস্পতিবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গে সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরে কুয়াশার দাপট থাকবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/2155d4bb270db6ba5ed1e86cd1a6b991f394d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃহস্পতিবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গে সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরে কুয়াশার দাপট থাকবে।
9/10
![তাপমাত্রা নামছে উত্তরের জেলাগুলিতেও। বাগডোগরায় পারদ নেমেছে ৭ ডিগ্রিতে, জলপাইগুড়ির তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/8c833096bab7f79967f23f2ef988ad098e34b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাপমাত্রা নামছে উত্তরের জেলাগুলিতেও। বাগডোগরায় পারদ নেমেছে ৭ ডিগ্রিতে, জলপাইগুড়ির তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি।
10/10
![ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় পুরুলিয়ার আদ্রা ডিভিশনে বেশ কয়েকটি ট্রেনের গতি কমানো হয়। একই কারণে এদিন সকালে কাটোয়া-বল্লভপাড়া ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/daa878f2dcc30d8e563a8b2dd98d1b9112d72.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় পুরুলিয়ার আদ্রা ডিভিশনে বেশ কয়েকটি ট্রেনের গতি কমানো হয়। একই কারণে এদিন সকালে কাটোয়া-বল্লভপাড়া ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
Published at : 14 Jan 2024 04:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
লাইফস্টাইল-এর
বীরভূম
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)