এক্সপ্লোর
IAS Success Story : একবার না পারলে সব শেষ নয়, বারবার ফেলের পরেও ফার্সট হয়েছিলেন IAS অণুদীপ
Success Story : একাগ্রতা আর কঠোর পরিশ্রম। এর কোনও বিকল্প নেই। সাফল্যের শীর্ষস্তরে পৌঁছতে নেই কোনও শর্টকার্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যাঁরা, তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা।
IAS অণুদীপ দুরিশেট্টি। ফটো সৌজন্য - অণুদীপ দুরিশেট্টির ইনস্টাগ্রাম
1/10

প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে তা আর নতুন কী ! আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IAS, তাহলে প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে কি?
2/10

তবে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে IAS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের নিজমুখে সে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। পড়ুন IAS অণুদীপ দুরিশেট্টির সংগ্রাম কাহিনি।
Published at : 30 Dec 2023 06:00 AM (IST)
আরও দেখুন






















