এক্সপ্লোর
Manoj Sharma IPS: ফের করেও লক্ষ্যে অবিচল, দুঁদে IPS অফিসারের অজানা কাহিনি
Manoj Sharma IPS: তবে যাত্রাপথটা এতটা সহজ মোটেই ছিল না। মধ্যপ্রদেশের মোরেনা জেলার বাসিন্দা মনোজ শর্মা। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান।
ফাইল ছবি
1/8

ছোট থেকেই স্বপ্ন ছিল IAS অফিসার হওয়ার। কিন্তু স্কুল জীবনেই একের পর এক যতিচিহ্ন বসতে থাকে সেই স্বপ্নে। প্রথমে নবম দশমে থার্ড ডিভিশন তারপর দ্বাদশে ফেল। তবে হারায়নি আত্মবিশ্বাস। নিজের উপর বিশ্বাস অন্ধকারের শেষে আলোর দেখা মিলবে নিশ্চয়ই। একের পর এক বাধা পেরিয়ে আজ সফল IPS অফিসার মনোজ শর্মা।
2/8

তবে যাত্রাপথটা এতটা সহজ মোটেই ছিল না। মধ্যপ্রদেশের মোরেনা জেলার বাসিন্দা মনোজ শর্মা। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। মাথার উপর ছিল না ছাদটাও। অদম্য জেদ আর হার না মানা লড়াইটাই ছিল সম্বল।
Published at : 17 Jul 2023 11:14 PM (IST)
আরও দেখুন





















