এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Success Story: একবারেই UPSC জয় ! মেডিকেল পড়তে পড়তেই কীভাবে IFS হলেন ময়ূর ?
UPSC Exam :
ছবি সৌজন্য- আইএফএস ময়ূর হাজারিকার ইনস্টাগ্রাম থেকে
1/10

হতে পারতেন ডাক্তার, হলেন ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার। বিশ্বের কাছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন এখন। এমনই চমকপ্রদ জীবন ময়ূর হাজারিকার। ছবি- ইনস্টাগ্রাম
2/10

ডাক্তারি ছেড়ে সিভিল সার্ভিসে এসেছেন ময়ূর। একবারের চেষ্টাতেই পাশ করেছেন ইউপিএসসি পরীক্ষা। কেমন ছিল তাঁর সাফল্যের আড়ালের কাহিনি ? ছবি- ইনস্টাগ্রাম
3/10

তেজপুরের ডন বসকো স্কুলে পড়াশোনা করেছেন ময়ূর হাজারিকা। তারপর ভর্তি হয়েছিলেন রামানুজন কলেজে। ময়ূরের বাবা ছিলেন পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন গৃহকর্ত্রী। ছবি- ইনস্টাগ্রাম
4/10

মেডিকেল পড়ার আগে থেকেই ইউপিএসসি পরীক্ষার জন্য উৎসাহী ছিলেন অসমের ময়ূর হাজারিকা। কিন্তু ২০১৫ সালে স্নাতকে ভর্তির আগে কেউ সেভাবে তাঁকে ইউপিএসসির জন্য গাইড করেননি বলে বেছে নেন এমবিবিএসের পথ। ছবি- ইনস্টাগ্রাম
5/10

কিন্তু তাঁর মন পড়েছিল ইউপিএসসির দিকেই। ডাক্তারি পড়ার তৃতীয় বর্ষে এসে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
6/10

২০২০ সালে গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর ইউপিএসসি পরীক্ষায় বসেন ময়ূর হাজারিকা। ছবি- ইনস্টাগ্রাম
7/10

আর প্রথম প্রয়াসেই উত্তীর্ণ হন দেশের সবথেকে কঠিনতম পরীক্ষায়। বিভিন্ন বৈদেশিক সম্পর্ক নিয়ে কাজ করার ইচ্ছা ছিল তাঁর আর তাই সফল IFS হবার রাস্তা বেছে নিয়েছিলেন ময়ূর। ছবি- ইনস্টাগ্রাম
8/10

ইউপিএসসির প্রস্তুতি চলেছে, তাঁর পাশাপাশি চলেছে ডাক্তারিও। গ্রামীণ হাসপাতালে ডাক্তারি করেছেন তিনি আর তখন থেকেই একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে জোরকদমে করতে শুরু করেন UPSC পরীক্ষার প্রস্তুতি। ছবি- ইনস্টাগ্রাম
9/10

২০২২ সালে ইউপিএসসি উত্তীর্ণ হন তিনি। দেশের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেন ময়ূর হাজারিকা এবং সেবারে প্রথম পাঁচজনের মধ্যে তিনিই ছিলেন একমাত্র পুরুষ পরীক্ষার্থী। ছবি- ইনস্টাগ্রাম
10/10

ময়ূরের জীবন প্রেরণা জোগাবে হাজারও ইউপিএসসি উৎসাহীকে। নিজের লক্ষ্যে অবিচল থেকে কীভাবে সাফল্য অর্জন করতে হয় ময়ূরের জীবন তারই দৃষ্টান্ত। ছবি- ইনস্টাগ্রাম
Published at : 03 Apr 2024 04:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























