এক্সপ্লোর
Mamata Banerjee:চেনা মেজাজে বিজেপিকে আক্রমণ, কোচবিহারের জনসভায় মুখ্যমন্ত্রীর নানা মুহূর্ত
CM Coochbehar Rally: বৃহস্পতিবার মাথাভাঙার গুমানির হাটে জনসভায় শীতলকুচির ঘটনা থেকে বিজেপি-নির্বাচন কমিশন যোগের অভিযোগের মতো ইস্যুতে আক্রমণ শানাতে দেখা গেল তৃণমূলনেত্রীকে।
চেনা মেজাজে বিজেপিকে আক্রমণ, কোচবিহারের জনসভায় মুখ্যমন্ত্রীর নানা মুহূর্ত (ছবি:Mamata Banerjee Facebook)
1/9

একই দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জনসভার সাক্ষী থাকল কোচবিহার। এর মধ্যে মাথাভাঙার গুমানির হাটে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচির ঘটনা থেকে বিজেপি-নির্বাচন কমিশন যোগের অভিযোগ, একাধিক ইস্যুতে সেখান থেকে চেনা মেজাজে আক্রমণ শানাতে দেখা গেল তৃণমূলনেত্রীকে। পাশে দেখা গেল জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়াকে। (ছবি:Mamata Banerjee Facebook)
2/9

বিরাট জনতার সামনে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ' যার বিয়ে তিনিই পুরোহিত, সেদিকে তাকিয়ে দেখে না। মারলেও দোষ নেই, এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এজেন্সি থেকে মুক্তি নাও।' (ছবি:Mamata Banerjee Facebook)
Published at : 04 Apr 2024 08:42 PM (IST)
আরও দেখুন






















