এক্সপ্লোর
Lok Sabha Election: সিপিএম লস্ট কেস, বিজেপির হয়ে কাজ করেছেন অধীর! আর কী বললেন মমতা?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। ২৯টি আসন জেতার পথে তৃণমূল। খোশমেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়।
![Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। ২৯টি আসন জেতার পথে তৃণমূল। খোশমেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/c75d5f4dc5b6d6e0db10c42a2d36c715171751821260850_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মমতা বন্দ্যোপাধ্যায়
1/10
![লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। ২৯টি আসন জেতার পথে তৃণমূল। খোশমেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বললেন, 'বাংলার সকল মা মাটি মানুষকে অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, সলাম, নমস্তে, নমস্কারম।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/062e1b147753827c97dd9df8c21f6dee8b445.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। ২৯টি আসন জেতার পথে তৃণমূল। খোশমেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বললেন, 'বাংলার সকল মা মাটি মানুষকে অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, সলাম, নমস্তে, নমস্কারম।'
2/10
![মমতা বলেন, '২৬ হাজারের চাকরি নিয়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। একদিকে এনআইএ, একদিকে এজেন্সি। বলেছিলেন, ইস বার চারশো পার। আমি বলেছিলাম পগাড় পার।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/e348495222e065e33e24e79fba21eed332ece.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মমতা বলেন, '২৬ হাজারের চাকরি নিয়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। একদিকে এনআইএ, একদিকে এজেন্সি। বলেছিলেন, ইস বার চারশো পার। আমি বলেছিলাম পগাড় পার।'
3/10
![বহরমপুরে 'জায়ান্ট কিলার' ইউসুফ, হার অধীরের। 'অধীরকে নয়, বিজেপিকে হারিয়েছে বহরমপুরের মানুষ। কংগ্রেস নয়, বিজেপির হয়ে কাজ করেছেন অধীর চৌধুরী',ভোটের ফলের পর অধীরকে আক্রমণ মমতার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/31291a5bb02800f55a314c70b5309b553ef84.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বহরমপুরে 'জায়ান্ট কিলার' ইউসুফ, হার অধীরের। 'অধীরকে নয়, বিজেপিকে হারিয়েছে বহরমপুরের মানুষ। কংগ্রেস নয়, বিজেপির হয়ে কাজ করেছেন অধীর চৌধুরী',ভোটের ফলের পর অধীরকে আক্রমণ মমতার।
4/10
![তৃণমূল সুপ্রিমো বলেছেন, 'এত টাকা খরচ করার পরও মোদিজি, অমিত শাহর যা অহঙ্কার। মুখ্যমন্ত্রীকে নিয়ে ভয় দেখিয়েছে। আমাদের সব নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলরদের ভয় দেখিয়েছে। কারও কারও কাছে টাকা পাঠিয়েছে। এত কিছুর পরেও ইন্ডিয়া জিতেছে, এনডিএ হেরেছে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/6ca2e3fd719749426d40265f83947bc0cedb6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তৃণমূল সুপ্রিমো বলেছেন, 'এত টাকা খরচ করার পরও মোদিজি, অমিত শাহর যা অহঙ্কার। মুখ্যমন্ত্রীকে নিয়ে ভয় দেখিয়েছে। আমাদের সব নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলরদের ভয় দেখিয়েছে। কারও কারও কাছে টাকা পাঠিয়েছে। এত কিছুর পরেও ইন্ডিয়া জিতেছে, এনডিএ হেরেছে।'
5/10
![মমতার আক্রমণ, 'পোস্টাল ব্যালটে হেরেছে। এত অহঙ্কার কারও জন্যই ভাল নয়। আমার জন্য নয়। আড়াই-তিন মাস ধরে ভোট চলতে পারে না। এত ভোট, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, উন্নয়নের কাজ হবে কখন?'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/dd0feae7672ae383e6905bf67ca918fa3c03c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মমতার আক্রমণ, 'পোস্টাল ব্যালটে হেরেছে। এত অহঙ্কার কারও জন্যই ভাল নয়। আমার জন্য নয়। আড়াই-তিন মাস ধরে ভোট চলতে পারে না। এত ভোট, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, উন্নয়নের কাজ হবে কখন?'
6/10
![মমতা আরও বলেন, 'যারা হেরেছে, পয়সা ছড়িয়ে তাদের হারানো হয়েছে। আমি তাদের অভিনন্দন দেব। হিম্মত দেখিয়েছে। যারা জিতেছে, তাদের ভোট দিয়ে জনতাই ম্যন অফ দ্য ম্যাচ।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/94ca02481164cfdd9d42286e6e703eef27a28.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মমতা আরও বলেন, 'যারা হেরেছে, পয়সা ছড়িয়ে তাদের হারানো হয়েছে। আমি তাদের অভিনন্দন দেব। হিম্মত দেখিয়েছে। যারা জিতেছে, তাদের ভোট দিয়ে জনতাই ম্যন অফ দ্য ম্যাচ।'
7/10
![সিপিএমকেও আক্রমণ করেন মমতা। বলেন, 'সিপিএম লস্ট কেস।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/ea243c4f0e0ea37edf079473ed1ff2a1abab9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিপিএমকেও আক্রমণ করেন মমতা। বলেন, 'সিপিএম লস্ট কেস।'
8/10
![মমতা বলেন, 'বিজেপি চাইলেই পুনর্নির্বাচন। আমরা চাইলে দেয় না। কারণ বিজেপিকে আরও কয়েকটা সিট দিতে চায়। মোদির মনোবল ভেঙে দিয়েছে এই ফল। পদত্যাগ করা উচিত ওঁর। নৈতিক দিক থেকে মোদিজি ও স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই। ৪ জুনের পর নাকি টপসি টারভি হবে, যুদ্ধ করবেন নাকি?'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/71a575452d29a8d22853c02f8157296773b24.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মমতা বলেন, 'বিজেপি চাইলেই পুনর্নির্বাচন। আমরা চাইলে দেয় না। কারণ বিজেপিকে আরও কয়েকটা সিট দিতে চায়। মোদির মনোবল ভেঙে দিয়েছে এই ফল। পদত্যাগ করা উচিত ওঁর। নৈতিক দিক থেকে মোদিজি ও স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই। ৪ জুনের পর নাকি টপসি টারভি হবে, যুদ্ধ করবেন নাকি?'
9/10
![মমতা বলেছেন, 'এই জয় আমাদের মা মানুষের। এত জোর করার পরেও মোদি ক্ষমতায় না থাকলে এর অর্ধেক সিটও পেত না। পুরো দেশকে অভিনন্দন। আমরা চাই মোদি যাক, দেশ থাকুক।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/4aa940cd0e4f18e104a768c2a8a2de2f68de2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মমতা বলেছেন, 'এই জয় আমাদের মা মানুষের। এত জোর করার পরেও মোদি ক্ষমতায় না থাকলে এর অর্ধেক সিটও পেত না। পুরো দেশকে অভিনন্দন। আমরা চাই মোদি যাক, দেশ থাকুক।'
10/10
![মমতা বলেছেন, 'বিজেপির তৈরি সার্ভে দেখে মনে হয়েছে, আমি মানুষের চোখে তো এটা দেখিনি। মানুষের সঙ্গে আই টু আই কো অর্ডিনেশন হয়। অভিষেকও অনেক করেছে। আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা অনেক করেছেন। প্রধানমন্ত্রী বাংলায় এলেই আইসি, ডিএমদের বাতিল করা হয়েছে। সিবিআই, ইডি কার হাতে। আমি খুশি কারণ, বাংলার মানুষের রায়। সন্দেশখালি নিয়ে এত কুৎসা। সেখানেও আমরা জিতেছি। ওদের নাকি সো কলড হোম মিনিস্টার, মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তমলুক, কাঁথিতেও মেরুদণ্ড ভেঙে দিয়েছে। রাজনৈতিকভাবে প্রতিশোধ নেব।' ছবি - পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/ed517798c3bf125f724422e530c90fe3d653c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মমতা বলেছেন, 'বিজেপির তৈরি সার্ভে দেখে মনে হয়েছে, আমি মানুষের চোখে তো এটা দেখিনি। মানুষের সঙ্গে আই টু আই কো অর্ডিনেশন হয়। অভিষেকও অনেক করেছে। আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা অনেক করেছেন। প্রধানমন্ত্রী বাংলায় এলেই আইসি, ডিএমদের বাতিল করা হয়েছে। সিবিআই, ইডি কার হাতে। আমি খুশি কারণ, বাংলার মানুষের রায়। সন্দেশখালি নিয়ে এত কুৎসা। সেখানেও আমরা জিতেছি। ওদের নাকি সো কলড হোম মিনিস্টার, মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তমলুক, কাঁথিতেও মেরুদণ্ড ভেঙে দিয়েছে। রাজনৈতিকভাবে প্রতিশোধ নেব।' ছবি - পিটিআই
Published at : 04 Jun 2024 10:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ফুটবল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)