এক্সপ্লোর
Lok Sabha Election Result 2024: কোথাও লাড্ডু, কোথাও মিষ্টি! গণনার আগেই উৎসবের আমেজ BJP শিবিরে, প্রস্তুতি AICC অফিসেও
Lok Sabha Poll Counting: ৮টা থেকে শুরু ভোটগণনা। তার আগে চূড়ান্ত প্রস্তুতি সব শিবিরে। গণনাকেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

সকাল আটটা থেকে শুরু ভোটগণনা। প্রথমে হবে পোস্টাল ব্য়ালট গণনা। তারপরে খুলবে ইভিএম। গণনা শুরুর আগে সব শিবিরে তুঙ্গে প্রস্তুতি।
2/10

বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেখা গিয়েছে যে বিপুল জনসমর্থন নিয়ে ফিরছে নরেন্দ্র মোদি সরকার। অধিকাংশ সংস্থার সমীক্ষাই এনডিএ-কে ৩০০-এর বেশি আসন দিয়েছে। এই অবস্থায় বিজেপি শিবিরে চোখে পড়েছে উৎসবের আবহ।
Published at : 04 Jun 2024 07:49 AM (IST)
আরও দেখুন






















