এক্সপ্লোর
Panchayat Poll 2023: আক্রান্ত BJP কর্মী-সমর্থকদের পাশে থাকার বার্তা, পাঁচলায় শুভেন্দু, বসিরহাটে সুকান্ত
Suvendu Sukanta Attacks Mamata: এদিন হাওড়া গিয়ে, আক্রান্তদের সঙ্গে কথা বলে, তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ, কী বলেন শুভেন্দু ? মমতাকে আক্রমণ করে কী বলেন সুকান্ত ?

আক্রান্ত BJP কর্মী-সমর্থকদের পাশে থাকার বার্তা, পাঁচলায় শুভেন্দু, বসিরহাটে সুকান্ত
1/10

আমতা, বারুইপুরের পর পাঁচলায় এদিন গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
2/10

ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে এদিন কথা বললেন তিনি।
3/10

একই দিনে আক্রান্ত কর্মী-সমর্থকদের দেখতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসপাতালে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
4/10

এদিন হাওড়া গিয়ে, আক্রান্তদের সঙ্গে কথা বলে, তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। তিনি চলে যাওয়ার পর যে কী হবে, এ নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন তিনি।
5/10

এদিন উত্তর ২৪ পরগনার বসিরহাটে, গিয়ে সুকান্ত বলেন, 'চুরিতে যদি কেউ নোবেল পেতে পারেন, তা হলে সে মমতা বন্দ্যোপাধ্যায়।'
6/10

এরপর যাবতীয় হিংসাকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ি করেন বিজেপি নেতা।
7/10

এমনকি রাজ্যপালের পিসরুমে জমা পড়া সাড়ে ৭ হাজার অভিযোগের কোনও সুরাহা হয়নি বলেও অভিযোগ জানিয়েছেন শুভেন্দু।
8/10

কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন,'এ নিয়ে আমি আদালতে আবেদন করব'। এখানেই শেষনয়, এদিন দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে একটি গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনেন।
9/10

হিংসার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
10/10

আক্রান্ত বিজেপি কর্মীর কথা তুলে তিনি বলেন, 'মুচেলিকা দিতে হয়েছে, যতদিন আমরা বাঁচব ততদিন বিজেপি করা যাবে না। এ কী অসভ্য বর্বর দেশে আমরা বসবাস করি ! '
Published at : 17 Jul 2023 04:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
