আরামবাগের আরামডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামসা হাইস্কুলে বুথ দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেঁধে যায়।
3/9
সেইসময় আচমকাই ২৪১ নম্বর বুথের ভিতরে ঢুকে পড়ে কয়েকজন। দুটি ব্যালট বক্স তুলে নিয়ে পাশের পুকুরে ফেলে দেওয়া হয়।
4/9
তৃণমূল ছাপ্পা ভোট দিচ্ছিল তাই ব্যালট বক্স পুকুরে ফেলে দিয়েছি, দাবি বিজেপি কর্মীর।
5/9
কোচবিহারে ডহরের পাড় প্রাথমিক বিদ্যালয়ের ২৭৯ নম্বর বুথে ব্যালট পেপার লুঠ করে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই বুথের নিরাপত্তার দায়িত্বে ছিলেন একজন মাত্র মহিলা পুলিশ কর্মী।
6/9
ঘটনার পর তিনি আতঙ্কিত। পাশেই চাতরা চেগারডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ নম্বর বুথেও একই ঘটনা।