গ্রেসি সিংহ-‘লগান’ ও ‘মুন্না ভাই এমবিবিএস’-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করা সত্ত্বেও গ্রেসি সিংহকে এখন আর বড় পর্দায় দেখা যায় না। বর্তমানে টেলিভিশনে ‘সন্তোষী মাতা’ চরিত্রের জন্য দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি।
2/5
ভূমিকা চাওলা- সলমন খানের সঙ্গে ‘তেরে নাম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন ভূমিকা চাওলা। কিন্তু এরপর তাঁর আর কোনও সিনেমাই বক্সঅফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল সুশান্ত সিংহ রাজপুতের সিনেমা ‘এমএস ধোনি’-তে।
3/5
রাহুল রায়- প্রথম সিনেমা ‘আশিকী’-র মাধ্যমে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন রাহুল রায়। কিন্তু খুব বেশিদিন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারেননি। প্রথম সিনেমার পর তাঁর আরও কোনও সিনেমা প্রত্যাশামাফিক সাফল্য অর্জন করতে পারেনি।
4/5
প্রাচী দেশাই- কসম সে-র মতো টেলি সিরিয়ালে কাজ করে সবার মন জয় করে নিয়েছিলেন প্রাচী দেশাই। ‘রক ওন’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই’ ও ‘বোল বচ্চন’-এর মতো হিট সিনেমায় অভিনয়ের পরও প্রাচীর কেরিয়ার সেভাবে এগোয়নি। এখন সিনেমায় তাঁকে খুবই কম দেখা যায়।
5/5
তনুশ্রী দত্ত- মি টু মুভমেন্টের পর ফের আলোচনার কেন্দ্রে এসেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ‘আশিক বনায়া আপনে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। সিনেমা হিট হওয়ার পরও কেরিয়ারে বেশ লড়াই করতে হয় তাঁকে। অভিনেতা নান পাটেকরের সঙ্গে হর্ন ওকে প্লিজ সিনেমার সেটে একটি ঘটনার পর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরত্ব বাড়িয়ে দেন তনুশ্রী।