এক্সপ্লোর
Aamir Khan Birthday: 'পিকে' কিংবা 'তারে জমিন পর', এক নজরে আমির খানের সেরা ছবির তালিকা
আমির খান (ছবি- ইনস্টাগ্রাম)
1/10

আজ জন্মদিন বলিউড তারকা আমির খানের। তাঁকে দেখে কে বলবে তিনি আজ সাতান্ন বছরে পা দিলেন। এমনটাই নিজের স্বাস্থ্য, চেহারা বজায় রেখেছেন তিনি। আমির খান অভিনয় করেছেন বহু এমন ছবিতে, যা মনে দাগ কেটে গিয়েছে কোটি কোটি দর্শকের। তাই তাঁর সেরা ছবির তালিকা অত্যন্ত দীর্ঘ। তারইমধ্যে থেকে আমির খানের সেরা কিছু ছবি তুলে ধরা হল।
2/10

রুপোলি পর্দায় আমির খানকে প্রথমবার নায়কের চরিত্রে দেখা যায় 'কয়ামত সে কয়ামত তক' ছবিতে। অভিনেতার অনুরাগীদের কাছে এই ছবি আজও চিরসবুজ। এই ছবির জন্য একাধিক পুরস্কারও পান।
Published at : 14 Mar 2022 05:47 PM (IST)
আরও দেখুন






















