এক্সপ্লোর
Abir Chatterjee: অরিন্দমের ব্যোমকেশ, ধ্রুবর সোনাদা, জোড়া দায়িত্ব আবিরের

অরিন্দম-আবীর-ধ্রুব
1/10

একই দিনে ছবির মহরত সারলেন দুই পরিচালক। ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) ও অরিন্দম শীল (Arindam Shill)। ফ্লোরে যাওয়ার জন্য তৈরি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' ও 'ব্যোমকেশ'। দুই ছবিরই মুখ্যচরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। দুটি ছবিরই প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ।
2/10

সোনাদার গুপ্তধন সিরিজের নতুন ছবির কাজে হাত দিয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে সোনাদার চরিত্রে আগের মতোই রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। বদলাচ্ছে না ছবির বাকি দুই কেন্দ্রীয় চরিত্রের মুখও। রয়েছেন ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী।
3/10

সোশ্যাল মিডিয়ায় মহরত-এর ছবি ভাগ করে নিয়েছেন এই দুই তারকাও। আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'-এর শ্যুটিং। হাতের সমস্যা কাটিয়ে আপাতত সুস্থ পরিচালক ধ্রুব। জোরকদমে শ্যুটিংয়ে নামছে টিম 'কর্ণসুবর্ণের গুপ্তধন'।
4/10

অন্যদিকে ব্যোমকেশের নতুন ছবির কাজে হাত দিয়েছে অরিন্দম শীলও। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' গল্প নিয়েই এবারের ব্যোমকেশ। এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি ছবির নাম।
5/10

চিত্রনাট্যের নাম কেবল ব্যোমকেশ রেখেই শুরু করা হচ্ছে ছবির শ্যুটিং। চলতি বছরের মে মাসেই শুরু হবে এই ছবির শ্যুটিং। এই প্রথম কলকাতায় হবে ব্যোমকেশের ছবির শ্যুটিং।
6/10

সদ্য ঘোষণা হয়েছে তাঁর নতুন ছবি মুক্তির দিন। এসভিএফের তরফ থেকে মোট আটটি ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গোয়েন্দা গল্প দুটি। একটি ফেলুদার 'হত্যাপুরী', অন্যটি সোনাদার 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। চিরাচরিত গোয়েন্দা চরিত্রদের থেকে সরে এসে বাংলাকে নতুন চরিত্র উপহার দিয়েছেন ধ্রুব। আর সোনাদার অভিষাণের অন্যতম সঙ্গী ইশা সাহা।
7/10

অন্যদিকে এবার অরিন্দম শীলের নতুন সংযোজন সুহত্র। এবার অজিতের চরিত্রে নতুন মুখ হিসাবে দেখা যাবে সুহত্রকে।
8/10

একই সঙ্গে দুই পরিচালকের ছবি আর দুটি ছবিরই কেন্দ্রীয় চরিত্রে আবীর। মহরতের পর সারলেন ফটোশ্যুটও।
9/10

এদিন সোশ্যাল মিডিয়ায় চিত্রনাট্য ও ক্ল্যাপস্টিকের ছবি ভাগ করে নিয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ২৭ মার্চ থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং।
10/10

চিত্রনাট্য ও ক্ল্যাপস্টিকের ছবি ভাগ করে নিয়েছেন পরিচালক অরিন্দম শীলও। ব্যোমকেশের শ্যুটিং শুরু হবে মে মাসে।
Published at : 23 Mar 2022 06:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
প্রযুক্তি
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
