এক্সপ্লোর
Abir Chatterjee: অরিন্দমের ব্যোমকেশ, ধ্রুবর সোনাদা, জোড়া দায়িত্ব আবিরের
অরিন্দম-আবীর-ধ্রুব
1/10

একই দিনে ছবির মহরত সারলেন দুই পরিচালক। ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) ও অরিন্দম শীল (Arindam Shill)। ফ্লোরে যাওয়ার জন্য তৈরি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' ও 'ব্যোমকেশ'। দুই ছবিরই মুখ্যচরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। দুটি ছবিরই প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ।
2/10

সোনাদার গুপ্তধন সিরিজের নতুন ছবির কাজে হাত দিয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে সোনাদার চরিত্রে আগের মতোই রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। বদলাচ্ছে না ছবির বাকি দুই কেন্দ্রীয় চরিত্রের মুখও। রয়েছেন ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী।
Published at : 23 Mar 2022 06:14 PM (IST)
আরও দেখুন






















