এক্সপ্লোর
'বাতাসে গুনগুন'-এর সুরে গানের মঞ্চে বসন্ত ছড়ালেন শন-সৃজিলা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/378029bfc68d65039d24fe93b3e1201a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শন-সৃজিলার রোম্যান্স
1/8
![বসন্ত আসার আগেই গানের মঞ্চে বসন্তের ছোঁয়া। সুপার সিঙ্গার সিজন ৩-এর মঞ্চে পালিত হল হান্ড্রেড পান্সেন্ট লাভ উইক। ধারাবাহিকের জুটিরা ভাসলেন প্রেমের সুরে, কেউ কেউ আবার নিজেই যোগ দিলেন গানের প্রতিযোগীতায়। গানের মঞ্চে হাজির হলেন বরণ, মন ফাগুন, ধূলোকণা ও গ্রামের রানি বিনাপাণী ধারাবাহিকের নায়ক নায়িকারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/1ac931e2fa83929a14aa8bd2d24f557a8647b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বসন্ত আসার আগেই গানের মঞ্চে বসন্তের ছোঁয়া। সুপার সিঙ্গার সিজন ৩-এর মঞ্চে পালিত হল হান্ড্রেড পান্সেন্ট লাভ উইক। ধারাবাহিকের জুটিরা ভাসলেন প্রেমের সুরে, কেউ কেউ আবার নিজেই যোগ দিলেন গানের প্রতিযোগীতায়। গানের মঞ্চে হাজির হলেন বরণ, মন ফাগুন, ধূলোকণা ও গ্রামের রানি বিনাপাণী ধারাবাহিকের নায়ক নায়িকারা।
2/8
![গোলাপি শাড়িতে মঞ্চে হাজির হয়েছিলেন 'মন ফাগুন' ধারাবাহিকের 'পিহু' ওরফে সৃজিলা গুহ। সঙ্গে অবশ্যই ছিলেন পর্দার ঋষি সেন ওরফে শন। 'বাতাসে গুন গুন' গানে একসঙ্গে নাচ করেন তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/6b3e2c7b1be28a38fd959e40b580e891073d2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
গোলাপি শাড়িতে মঞ্চে হাজির হয়েছিলেন 'মন ফাগুন' ধারাবাহিকের 'পিহু' ওরফে সৃজিলা গুহ। সঙ্গে অবশ্যই ছিলেন পর্দার ঋষি সেন ওরফে শন। 'বাতাসে গুন গুন' গানে একসঙ্গে নাচ করেন তাঁরা।
3/8
![এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম অভিনয় জগতে পা রেখেছেন সৃজিলা। ইতিমধ্যেই তাঁর সঙ্গে শনের জুটি বেশ জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800f4977.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম অভিনয় জগতে পা রেখেছেন সৃজিলা। ইতিমধ্যেই তাঁর সঙ্গে শনের জুটি বেশ জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে।
4/8
![গোটা মঞ্চ সাজানো হয়েছিল ভালোবাসার থিমে। লাল ক্রিস্টাল ও হার্টের ছবিতে শন-সৃজিলার নাচ প্রেমের আমেজ ছড়াল দর্শক, বিচারক, প্রতিযোগীদের মধ্যেও। ধারাবাহিকের গল্প অনুযায়ী ঋষি ও পিহুর মধ্যেও সেতু বাঁধছে প্রেম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/502431d4ffdb75e34be587efef418368f30f4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
গোটা মঞ্চ সাজানো হয়েছিল ভালোবাসার থিমে। লাল ক্রিস্টাল ও হার্টের ছবিতে শন-সৃজিলার নাচ প্রেমের আমেজ ছড়াল দর্শক, বিচারক, প্রতিযোগীদের মধ্যেও। ধারাবাহিকের গল্প অনুযায়ী ঋষি ও পিহুর মধ্যেও সেতু বাঁধছে প্রেম।
5/8
![মঞ্চে র্যাপ গান পরিবেশন করেন পর্দার লালন ওরফে ইন্দ্রাশীষ রায়। ধারাবাহিকের মত মঞ্চেও তিনি সপ্রতিভ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/68913ad1e63091029b49ae823a5ec3dca48cb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মঞ্চে র্যাপ গান পরিবেশন করেন পর্দার লালন ওরফে ইন্দ্রাশীষ রায়। ধারাবাহিকের মত মঞ্চেও তিনি সপ্রতিভ।
6/8
![মঞ্চে এসেছিলেন বরণ ধারাবাহিকের নায়িকা তিথি ওরফে ইন্দ্রাণী পাল। সোনু নিগমের সঙ্গে মঞ্চ ভাগ করেন তিনি। তাঁর সঙ্গে দাঁড়িয়ে গান গেয়েছেন সঙ্গীতশিল্পী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/2cf67b22cc3d61d36908e047421a079d8c465.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মঞ্চে এসেছিলেন বরণ ধারাবাহিকের নায়িকা তিথি ওরফে ইন্দ্রাণী পাল। সোনু নিগমের সঙ্গে মঞ্চ ভাগ করেন তিনি। তাঁর সঙ্গে দাঁড়িয়ে গান গেয়েছেন সঙ্গীতশিল্পী।
7/8
![শুধু গান নয়, ইন্দ্রাণীর হাত ধরে নাচও করেন সোনু। দর্শকের মনে বসন্তের ছোঁয়া দেয় এই পারফরম্যান্সও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/0fb02d78a264a8d3fc37c83be554dec1ef4d8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু গান নয়, ইন্দ্রাণীর হাত ধরে নাচও করেন সোনু। দর্শকের মনে বসন্তের ছোঁয়া দেয় এই পারফরম্যান্সও।
8/8
![শুধু নাচ গান নয়। মঞ্চে আয়োজন হয়েছিল ফুচকা প্রতিযোগীতারও। সেখানে অংশ নেন শন-সৃজিলা হল অন্যান্যরাও। সব মিলিয়ে জমজমাট সুপার সিঙ্গারের মঞ্চ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/dc9f890562d5f3bdbd8ee530d24273ed42308.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু নাচ গান নয়। মঞ্চে আয়োজন হয়েছিল ফুচকা প্রতিযোগীতারও। সেখানে অংশ নেন শন-সৃজিলা হল অন্যান্যরাও। সব মিলিয়ে জমজমাট সুপার সিঙ্গারের মঞ্চ।
Published at : 23 Nov 2021 05:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)