এক্সপ্লোর
Mimi Chakraborty: নির্বাচনের উত্তেজনা থেকে অনেক দূরে... সবুজের মাঝে পরিবারের সঙ্গে অবসরযাপন মিমির
Mimi Holiday: গোটা দেশ যখন ফুটছে নির্বাচন, ফলাফল, সরকার গঠনের উত্তেজনায়, তখন এই সমস্ত কিছু থেকে অনেক দূরে মিমি। একান্তে, পাহাড়ের কোলে সময় কাটাচ্ছেন নিজের পরিবারের প্রিয় মানুষদের সঙ্গে।
ব্যস্ততা সরিয়ে পাহাড়ে মিমি
1/10

রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। জীবনের নতুন ইনিংসে যেন আরও ঝলমলে, আরও সবুজ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নিজের প্রিয় জায়গা থেকে শেয়ার করে নিলেন একগুচ্ছ ছবি।
2/10

গোটা দেশ যখন ফুটছে নির্বাচন, ফলাফল, সরকার গঠনের উত্তেজনায়, তখন এই সমস্ত কিছু থেকে অনেক দূরে মিমি। একান্তে, পাহাড়ের কোলে সময় কাটাচ্ছেন নিজের পরিবারের প্রিয় মানুষদের সঙ্গে।
3/10

বর্তমানে তাঁর বাসস্থান কলকাতা হলেও, মিমি জলপাইগুড়ির মেয়ে। আর নির্বাচনের আবহে, পরিবারের সঙ্গে ডুয়ার্সের জঙ্গলে সময় কাটাচ্ছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই ছবিও।
4/10

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর নতুন ছবি 'আলাপ'। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।
5/10

বক্সঅফিসে মোটামুটি ভালই ব্যবসা করেছে এই ছবি। শুধু তাই নয়, শহুরে এই প্রেমের ছবির গল্প বলার ধাঁচ থেকে শুরু করে সারল্য, সবই মনে ধরেছিল দর্শকদের। এখনও কিছু প্রেক্ষাগৃহে চলছে এই ছবি।
6/10

তবে ছবির ব্যস্ততা কাটিয়ে, প্রচার শেষে মিমি পাড়ি দিয়েছেন প্রিয় জায়গায়। কর্মব্যস্ততা থেকে সময় পেলেই মিমি ছুটি কাটাতে চলে যান পাহাড়ে, পরিবারের কাছে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করে নেন সেই সমস্ত ছবি।
7/10

সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে মিমি বলেছিলেন, 'আমি চাই আমি মানুষটা যেমন, সোশ্যাল মিডিয়াতেও ঠিক তেমনটাই থাকি।'
8/10

মিমি আরও বলেছিলেন, 'আমি যদি মেকআপ করে সাজি সেই ছবিটাও যেমন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব, তেমনই গাছ থেকে জামরুল পাড়লে সেই ছবিটাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব। এটাই আমি ভাবি।'
9/10

সামনেই মুক্তি পাচ্ছে মিমির বাংলাদেশ অভিনীত প্রথম ছবি। এসভিএফের যৌথ প্রযোজনায় মুক্তি পাবে মিমির এই ছবিটি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির গান।
10/10

মিমির বিপরীতে এই ছবিতে দেখা যাবে শাকিব খানকে। শাকিব দুই বাংলারই খুব জনপ্রিয় অভিনেতা। তাঁর সঙ্গে এই প্রথম জুটি বাঁধছেন মিমি।
Published at : 07 Jun 2024 01:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















