এক্সপ্লোর
Mouni Roy Diet Plan: বাঙালি অভিনেত্রীর পাতে থাকে ভাত, আলু, শাক! কোন ম্যাজিকে এত ফিট মৌনী?
Mouni Roy: মৌনী প্রথমেই জোর দেন হাইড্রেশনের ওপর। সারাদিনে আর থেকে ১০ গ্লাস জল খান মৌনী রায়। এতে ত্বক হয় ঝলমলে, সুস্থ থাকে পাচনতন্ত্রও।

কী খেয়ে এত ফিট থাকেন মৌনী রায়?
1/10

বাঙালি হয়েও সুপারফিট এই বলিউড অভিনেত্রী ও মডেল মৌনী রায়। জানেন কী, কী কী খাবার খেয়ে এত ফিট থাকেন এই বঙ্গকন্যা?
2/10

মৌনী প্রথমেই জোর দেন হাইড্রেশনের ওপর। সারাদিনে আর থেকে ১০ গ্লাস জল খান মৌনী রায়। এতে ত্বক হয় ঝলমলে, সুস্থ থাকে পাচনতন্ত্রও।
3/10

সকালের জলখাবারে হালকা কিন্তু স্বাস্থকর খাবার খান মৌনি। তাঁর জলখাবারের প্লেটে থাকে, মুসলি, তাজা ফল, ওটস, পোহা, ইডলি বা উপমা।
4/10

দুপুরের ও রাতের খাবারের মধ্যে খিদে পেলে মৌনীর ভরসা অমলেট আর ফ্রুট জ্যুস। কখনও কখনও প্রোটিন বার।
5/10

সারাদিনের খাবারে, ভাত, আলু, ডাল, ডিম, শাক সাধারণত এইসমস্তই খাবার খান মৌনী। তবে সবটাই বাড়িতে বানানো।
6/10

দুপুরের খাবারে ডাল, গ্রিন সালার্ড ও সবজিও খেয়ে থাকেন। ভাত, আলু সবই মিলিয়ে মিশিয়ে পাতে রাখেন মৌনী।
7/10

রাতেও দুপুরের মতোই বাড়ির তৈরি খাবার খান মৌনী। তবে রাতের খাবারের পরে কোনও একটা মিষ্টি তাঁর চাইই চাই।
8/10

মৌনী চিনি পছন্দ করেন না। তিনি যে মিষ্টি খান তাও বাড়িতে বিশেষভাবে তৈরি করা হয় একেবারেই চিনি ছাড়া।
9/10

মৌনী খুব কম মদ্যপান ও ধূমপান করেন। যত কম মদ্যপান করা যাবে, ততটাই শরীর ভাল থাকবে এ আর নতুন কথা কী!
10/10

খাবার পাশাপাশি মৌনী জোর দেন শরীরচর্চা ও যোগাসনে।
Published at : 04 Nov 2024 01:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
