এক্সপ্লোর
Srabanti-Madan: শাড়ি-এলো চুল-হালকা মেকআপে সুন্দরী শ্রাবন্তী, ছবি পোস্ট করতেই মদন মিত্র লিখলেন...
Social Media Post: বাংলা বিনোদন দুনিয়ায় অবাধ যাতায়াত মদন মিত্রের। তাছাড়া শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব সকলেরই জানা। এর আগেও তাঁদের একসঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে।

শ্রাবন্তীর পোস্টে মদন মিত্রে কমেন্ট
1/10

পেশাগত অভিনেতা না হলেও অভিনয় জগতে তাঁর জনপ্রিয়তা ভালই। নিজেও কাজ করেছেন মিউজিক ভিডিও ও সিনেমায়। তিনি কামারহাটির 'রঙিন' বিধায়ক, মদন মিত্র। এবার মন্তব্য় করলেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছবিতে।
2/10

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে তাঁকে দেখা যাচ্ছে গোলাপী ডুয়াল টোনের একটি শাড়ি পরেছেন।
3/10

সুন্দর শাড়ি, খোলা চুল, সঙ্গে মানানসই হালকা মেকআপ ও গয়না। এই পোশাক পরে হেসে নানা পোজে ছবি পোস্ট করেছেন তিনি।
4/10

সেখানেই এবার কমেন্ট করে এক বিশেষ কথা মনে করিয়ে দিলেন তৃণমূলের বিধায়ক মদন মিত্র। অভিনেত্রীর ছবিতে কী লিখলেন তিনি?
5/10

মদন মিত্র এদিন অভিনেত্রীর ছবিতে কমেন্ট করে লিখলেন, 'হাই, পুজো আসছে।'
6/10

মদন মিত্রের কমেন্ট আসতেই উত্তর দিতে দেরি করেননি। মদনের মন্তব্যের উত্তরে বললেন, 'হ্যাঁ দাদা'। অনেক অনুরাগী আবার সেখানেই শ্রাবন্তীকে মা দুর্গার ভূমিকায় দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন।
7/10

দক্ষ রাজনীতিক হওয়ার পাশাপাশি মদন মিত্র 'রঙিন' মানুষ হিসেবে বেশ পরিচিত। খোদ মুখ্যমন্ত্রীও তাঁকে 'কালারফুল' বলেছিলেন সর্বসমক্ষে। টলিউডেও তাঁর অবাধ যাতায়াত।
8/10

কখনও পুজোয়, কখনও দোলের উৎসবে, কখনও সিনেমার শ্যুটিংয়ে বা সরকারি অনুষ্ঠানে, একাধিক সেলিব্রিটির সঙ্গে প্রায়ই মদন মিত্রকে ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে পোস্ট করতে দেখা যায়।
9/10

২০২১ সালে বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হয়ে দাঁড়ান শ্রাবন্তী। ভোটে জিততে পারেননি। বিজেপির সঙ্গে বাড়ে দূরত্ব।
10/10

ভোটে হারের পর ‘অসম্মান’ জোটে তাঁর। ওই বছরই ১১ নভেম্বর নিজের ট্যুইটার (এখন 'এক্স') হ্যান্ডলে পোস্ট করে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন তিনি। চলতি বছরে ২১ জুলাই, তৃণমূলের 'শহিদ স্মরণ'-এর সভা মঞ্চে দেখা মেলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের।
Published at : 13 Aug 2024 07:53 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
