এক্সপ্লোর
Actresses Trolled: প্রিয়জনের চলে যাওয়ার অর্থ কি জীবন থেমে যাওয়া! স্বাভাবিক হতে চাওয়ায় আক্রমণের মুখে পড়তে হয় এই নায়িকাদের
Bollywood Updates: প্রিয়জনের চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার নয়। কিন্তু তাই বলে কি থেমে যায় জীবন!
ফাইল চিত্র।
1/14

প্রিয়জনকে হারানোর যন্ত্রণা বলে বেড়াতে বেড়াতে হয় না। মনের মধ্যে ঝড় বয়ে গেলেও, বাইরের কেউ বুঝতে পারেন না। তারকাদের যদিও নিভৃতে কান্নার অবকাশটুকুও নেই। আবার স্বাভাবিক আচরণ করলেও পড়তে হয় সমালোচনার মুখে। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে এমন আক্রমণের মুখে পড়তে হয়েছে বহু তারকাকেই, বিশেষ করে অভিনেত্রী তথা মেয়েদের।
2/14

চঞ্চল স্বভাবের শেহনাজ গিল জনপ্রিয়কা পান রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ। সেখানে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর খুনসুটি মনে ধরে আমজনতার। বাস্তব জীবনেও তাঁরা পরস্পরের কাছাকাছি চলে আসেন।
Published at : 15 Jan 2023 10:52 PM (IST)
আরও দেখুন






















