এক্সপ্লোর
Actresses Trolled: প্রিয়জনের চলে যাওয়ার অর্থ কি জীবন থেমে যাওয়া! স্বাভাবিক হতে চাওয়ায় আক্রমণের মুখে পড়তে হয় এই নায়িকাদের
Bollywood Updates: প্রিয়জনের চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার নয়। কিন্তু তাই বলে কি থেমে যায় জীবন!
![Bollywood Updates: প্রিয়জনের চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার নয়। কিন্তু তাই বলে কি থেমে যায় জীবন!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/9be1acbe06698debac9494d16d4fedac1673802978294338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল চিত্র।
1/14
![প্রিয়জনকে হারানোর যন্ত্রণা বলে বেড়াতে বেড়াতে হয় না। মনের মধ্যে ঝড় বয়ে গেলেও, বাইরের কেউ বুঝতে পারেন না। তারকাদের যদিও নিভৃতে কান্নার অবকাশটুকুও নেই। আবার স্বাভাবিক আচরণ করলেও পড়তে হয় সমালোচনার মুখে। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে এমন আক্রমণের মুখে পড়তে হয়েছে বহু তারকাকেই, বিশেষ করে অভিনেত্রী তথা মেয়েদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/edab7ba7e203cd7576d1200465194ea8c9a17.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রিয়জনকে হারানোর যন্ত্রণা বলে বেড়াতে বেড়াতে হয় না। মনের মধ্যে ঝড় বয়ে গেলেও, বাইরের কেউ বুঝতে পারেন না। তারকাদের যদিও নিভৃতে কান্নার অবকাশটুকুও নেই। আবার স্বাভাবিক আচরণ করলেও পড়তে হয় সমালোচনার মুখে। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে এমন আক্রমণের মুখে পড়তে হয়েছে বহু তারকাকেই, বিশেষ করে অভিনেত্রী তথা মেয়েদের।
2/14
![চঞ্চল স্বভাবের শেহনাজ গিল জনপ্রিয়কা পান রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ। সেখানে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর খুনসুটি মনে ধরে আমজনতার। বাস্তব জীবনেও তাঁরা পরস্পরের কাছাকাছি চলে আসেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/f3ccdd27d2000e3f9255a7e3e2c488007e8a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চঞ্চল স্বভাবের শেহনাজ গিল জনপ্রিয়কা পান রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ। সেখানে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর খুনসুটি মনে ধরে আমজনতার। বাস্তব জীবনেও তাঁরা পরস্পরের কাছাকাছি চলে আসেন।
3/14
![কিন্তু ২০২১-এর ২ সেপ্টেম্বর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিদ্ধার্থ। শোনা যায়, শেহনাজের কোলো মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেই সময় শ্মশান ঘাট থেকে বাড়ির আনাচে কানাচে শেহনাজের উপর নজর গিয়ে পড়ে সকলের। তাতে বেশ কিছু দিনের জন্য আড়ালে চলে যান নায়িকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/799bad5a3b514f096e69bbc4a7896cd9fabdc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু ২০২১-এর ২ সেপ্টেম্বর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিদ্ধার্থ। শোনা যায়, শেহনাজের কোলো মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেই সময় শ্মশান ঘাট থেকে বাড়ির আনাচে কানাচে শেহনাজের উপর নজর গিয়ে পড়ে সকলের। তাতে বেশ কিছু দিনের জন্য আড়ালে চলে যান নায়িকা।
4/14
![এর পর নিজেকে সামলে ফের পেশায় ফেরেন শেহনাজ। অভিনয় করেন ছবিতে, মিউজিক ভিডিও-য়। ফ্যাশন শোয়ে শো স্টপার হন, আবার নিজের টক শো-ও চালু করেন। কিন্তু শেহনাজকে স্বাভাবিক হতে দেখে, তাঁকে হাসতে দেখে শুরু হয় আক্রমণ। তিনি সিদ্ধার্থকে ভুলে গিয়েছেন, ব্যবহার করেছেন, এমন অভিযোগ উঠতে শুরু করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/156005c5baf40ff51a327f1c34f2975b5a7a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর পর নিজেকে সামলে ফের পেশায় ফেরেন শেহনাজ। অভিনয় করেন ছবিতে, মিউজিক ভিডিও-য়। ফ্যাশন শোয়ে শো স্টপার হন, আবার নিজের টক শো-ও চালু করেন। কিন্তু শেহনাজকে স্বাভাবিক হতে দেখে, তাঁকে হাসতে দেখে শুরু হয় আক্রমণ। তিনি সিদ্ধার্থকে ভুলে গিয়েছেন, ব্যবহার করেছেন, এমন অভিযোগ উঠতে শুরু করে।
5/14
![অভিনয় করে বড় হবেন, কাগজে নাম ছাপবে, এমন স্বপ্ন নিয়ে গিয়েছিলেন মুম্বই। কিন্তু বিখ্যাত নায়কের সঙ্গে প্রেমের জেরে নেতিবাচক খবরের শিরোনামেই পাকাপাকি জায়গা হয়ে যায় রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হলে রিয়াকেই দায়ী করেন সকলে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/62bf1edb36141f114521ec4bb41755792dc98.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অভিনয় করে বড় হবেন, কাগজে নাম ছাপবে, এমন স্বপ্ন নিয়ে গিয়েছিলেন মুম্বই। কিন্তু বিখ্যাত নায়কের সঙ্গে প্রেমের জেরে নেতিবাচক খবরের শিরোনামেই পাকাপাকি জায়গা হয়ে যায় রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হলে রিয়াকেই দায়ী করেন সকলে।
6/14
![শুধ তাই নয়, সুশান্তের মাদক নেওয়ার সঙ্গেও নাম জড়ায় রিয়ার। বলা হয়, তিনিই মাদক এনে দিতেন সুশান্তকে। তার জন্য় জেলও খাটতে হয় রিয়াকে। জামিনে যদিও ছাড়া পেয়েছেন রিয়া। কিন্তু আজও পার্টিতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়া অথবা সামান্য ছবি পোস্টের জন্যও কটূক্তি শুনতে হয় রিয়াকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/ae566253288191ce5d879e51dae1d8c31f846.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধ তাই নয়, সুশান্তের মাদক নেওয়ার সঙ্গেও নাম জড়ায় রিয়ার। বলা হয়, তিনিই মাদক এনে দিতেন সুশান্তকে। তার জন্য় জেলও খাটতে হয় রিয়াকে। জামিনে যদিও ছাড়া পেয়েছেন রিয়া। কিন্তু আজও পার্টিতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়া অথবা সামান্য ছবি পোস্টের জন্যও কটূক্তি শুনতে হয় রিয়াকে।
7/14
![কারও পরিচয়ে বাঁচেননি কখনও। পুরোদস্তুর নায়িকা হওয়ার দিকে ঝোঁকেননি। বরং ক্রিকেটের মাঠ থেকে রিয়্যালিটি শো, সবেতেই অবাধ বিচরণ থেকেছে। মন্দির বেদী, নামটুকুই যথেষ্ট। চিরকাল নিজের মতো করেই বেঁচেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/30e62fddc14c05988b44e7c02788e187328b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কারও পরিচয়ে বাঁচেননি কখনও। পুরোদস্তুর নায়িকা হওয়ার দিকে ঝোঁকেননি। বরং ক্রিকেটের মাঠ থেকে রিয়্যালিটি শো, সবেতেই অবাধ বিচরণ থেকেছে। মন্দির বেদী, নামটুকুই যথেষ্ট। চিরকাল নিজের মতো করেই বেঁচেছেন।
8/14
![কিন্তু স্বামী রাজ কৌশলের মৃত্যুর পর আক্রমণের মুখে পড়েন রিয়া। কেন জিন্স পরছেন, খোলামেলা পোশাক পরছেন, বন্ধুদের সঙ্গে কেন হুল্লোড় করছেন, তা নিয়ে প্রশ্ন তোলে নীতি পুলিশের দল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/8cda81fc7ad906927144235dda5fdf15a18c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু স্বামী রাজ কৌশলের মৃত্যুর পর আক্রমণের মুখে পড়েন রিয়া। কেন জিন্স পরছেন, খোলামেলা পোশাক পরছেন, বন্ধুদের সঙ্গে কেন হুল্লোড় করছেন, তা নিয়ে প্রশ্ন তোলে নীতি পুলিশের দল।
9/14
![সংসার করতে ছেড়েছিলেন অভিনয়। তার পর একছাদের নিচে দীর্ঘ সময়। দুই সন্তানকে মানুষ করা, সন্তানদের বিয়ে দেওয়া, মৃত্যুশয্যায় শায়িত স্বামীকে সাহস জোগানো, সব কাজই নিষ্ঠাভরে পালন করেছেন নীতু কপূর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/fe5df232cafa4c4e0f1a0294418e566063747.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সংসার করতে ছেড়েছিলেন অভিনয়। তার পর একছাদের নিচে দীর্ঘ সময়। দুই সন্তানকে মানুষ করা, সন্তানদের বিয়ে দেওয়া, মৃত্যুশয্যায় শায়িত স্বামীকে সাহস জোগানো, সব কাজই নিষ্ঠাভরে পালন করেছেন নীতু কপূর।
10/14
![ঋষি কপূরের মৃত্যুর পর কাজে ডুবে যান নীতু। অভিনয়ে ফেরেন, রিয়্যালিটি শোয়েও অংশ নেন। কিন্তু স্বামীর মৃত্যুর পর তাঁর এই ভাল থাকার চেষ্টা মনে ধরেনি অনেকেরই। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আক্রমণের মুখেও পড়েন নীতু।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/18e2999891374a475d0687ca9f989d83c8eb3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঋষি কপূরের মৃত্যুর পর কাজে ডুবে যান নীতু। অভিনয়ে ফেরেন, রিয়্যালিটি শোয়েও অংশ নেন। কিন্তু স্বামীর মৃত্যুর পর তাঁর এই ভাল থাকার চেষ্টা মনে ধরেনি অনেকেরই। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আক্রমণের মুখেও পড়েন নীতু।
11/14
![আজও তাবড় নায়িকাকে টেক্কা দিতে পারেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে কম ঝড়-ঝাপটা পোহাতে হয়নি রেখাকে। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে আজও তাঁর দিকে ধেয়ে যায় প্রশ্ন। তবে স্বামী মুকেশ আগরওয়ালের মৃত্যু রেখাকে প্রায় ভেঙে চুরমার করে দিয়েছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/9414a8f5b810972c3c9a0e2860c07532168e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজও তাবড় নায়িকাকে টেক্কা দিতে পারেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে কম ঝড়-ঝাপটা পোহাতে হয়নি রেখাকে। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে আজও তাঁর দিকে ধেয়ে যায় প্রশ্ন। তবে স্বামী মুকেশ আগরওয়ালের মৃত্যু রেখাকে প্রায় ভেঙে চুরমার করে দিয়েছিল।
12/14
![শোনা যায়, রেখার ওড়না গলায় জড়িয়েই ১৯৯০ সালের ২ অক্টোবর আত্মঘাতী হন মুকেশ। তার জন্য রেখাকে ডাইনি অপবাদও দেওয়া হয়। এমনকি এখনও তাঁর রঙিং শাড়ি পরা, সিঁথি রাঙানো নিয়েও উড়ে আসে আক্রমণ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/8df7b73a7820f4aef47864f2a6c5fccf357bf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শোনা যায়, রেখার ওড়না গলায় জড়িয়েই ১৯৯০ সালের ২ অক্টোবর আত্মঘাতী হন মুকেশ। তার জন্য রেখাকে ডাইনি অপবাদও দেওয়া হয়। এমনকি এখনও তাঁর রঙিং শাড়ি পরা, সিঁথি রাঙানো নিয়েও উড়ে আসে আক্রমণ।
13/14
![দক্ষিণী নায়িকা মেঘননা রাজ বিয়ে করেন অভিনেতা চিরঞ্জিবী সারজাকে। রূপকথার গল্পের মতো ছিল তাঁদের সাজানো সংসার। দীর্ঘ ১০ বছরের দাম্পত্য। কিন্তু ২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চিরঞ্জীবী। সেই সময় অন্তঃসত্ত্বা মেঘনা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/032b2cc936860b03048302d991c3498f62ba3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণী নায়িকা মেঘননা রাজ বিয়ে করেন অভিনেতা চিরঞ্জিবী সারজাকে। রূপকথার গল্পের মতো ছিল তাঁদের সাজানো সংসার। দীর্ঘ ১০ বছরের দাম্পত্য। কিন্তু ২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চিরঞ্জীবী। সেই সময় অন্তঃসত্ত্বা মেঘনা।
14/14
![তা নিয়ে কম কটূক্তি শুনতে হয়নি মেঘনাকে। পরে এক সাক্ষাৎকারে জানান, হাসতেও আজকাল ভয় পান তিনি। স্বামী হারানো মহিলা হাসছেন, ভাল থাকার চেষ্টা করছেন, আজও মানতে পারে না ভারতের সমাজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/d0096ec6c83575373e3a21d129ff8fef3e7e8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তা নিয়ে কম কটূক্তি শুনতে হয়নি মেঘনাকে। পরে এক সাক্ষাৎকারে জানান, হাসতেও আজকাল ভয় পান তিনি। স্বামী হারানো মহিলা হাসছেন, ভাল থাকার চেষ্টা করছেন, আজও মানতে পারে না ভারতের সমাজ।
Published at : 15 Jan 2023 10:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)