এক্সপ্লোর
Aditi Rao Hydari: রোগা হতে ১০দিন সময় চেয়েছিলেন অদিতি, বাধা দেন সঞ্জয় লীলা ভংসালীই
Heeramandi Unknown Stories: অদিতি সঞ্জয় লীলা ভংসালীর সঙ্গে দেখা করতে যান। তবে সেই সময়ে, লকডাউন পর্ব চলছিল। বাড়িতে বন্দি থেকে তাই কিছুটা ওজন বেড়ে গিয়েছিল অদিতি রাও হায়দারির।

বিব্বোজানের অজানা গল্পে অদিতি
1/10

চর্চায় বিব্বোজান অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)। সঞ্জয় লীলা ভংসালীর (Sanjay Leela Bhansali) নতুন ওয়েব সিরিজ হীরামাণ্ডি মুক্তি পাওয়ার পর থেকেই চর্চায় থেকেছে তাঁর নাচের স্টেপ, অভিনয় থেকে শুরু করে সৌন্দর্য্য।
2/10

সম্প্রতি এই ছবিতে কাজ করা নিয়ে মুখ খুলেছেন অদিতি রাও হায়দারি। তিনি জানিয়েছেন, করোনাকালেই প্রথম তাঁর কাছে এই সিরিজের অফার আসে। সঞ্জয় লীলা ভংসালীর অফারে রাজি হয়ে যান অদিতি।
3/10

এরপরে তিনি সঞ্জয় লীলা ভংসালীর সঙ্গে দেখা করতে যান। তবে সেই সময়ে, লকডাউন পর্ব চলছিল। বাড়িতে বন্দি থেকে তাই কিছুটা ওজন বেড়ে গিয়েছিল অদিতি রাও হায়দারির।
4/10

দেখা করতে যাওয়ার পরেই তা লক্ষ্য করেন সঞ্জয় লীলা ভংসালী। অদিতিকে বলেন, 'তুমি মোটা হয়ে গিয়েছো'। এই কথা শুনে ওজন ঝরানোর জন্য ঠিক ১০ দিন সময় চেয়ে নেন অদিতি।
5/10

তবে তাঁকে সেই সময়ে ওজন ঝরাতে বারণ করেন খোদ পরিচালকই। বরং বলেন, সম্ভব হলে আরও সামান্য ওজন বাড়াতে। লেহঙ্গা পরিয়ে তাঁকে লুক টেস্টও করান। বলেন, 'এই চেহারাতেই অপূর্ব দেখাচ্ছে তোমায়।'
6/10

চর্চায় উঠে এসেছে এই সিরিজে অদিতির 'গজগামিনী' স্টেপ। কত্থক নাচের এই বিশেষ স্টেপকে তুলনা করা হয় হাতি বা হাসের হাঁটার ধরণের সঙ্গে। মহিলারা এই স্টেপ ব্যবহার করতেন পুরুষদের আকৃষ্ট করতে।
7/10

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অদিতির এই 'গজগামিনী' স্টেপ। তবে প্রশংসার সঙ্গে সঙ্গে, শরীরের ভাঁজ নিয়ে অদিতিকে কটাক্ষও শুনতে হয়। তবে পরিচালকের কথা মতোই এই চেহারা তৈরি করেছিলেন অদিতি
8/10

সদ্য কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন অদিতি রাও হায়দারি। সেখানে তিনি বালুকাচরে ভাইরাল 'গজগামিনী ওয়াক' করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ক্লিপিং।
9/10

'হীরামাণ্ডি' তে বিব্বোজান-এর চরিত্রে দেখা গিয়েছে অদিতিকে। এই চরিত্রের একদিকে যেমন রয়েছে পেলব স্বভাব, নরম মন, কষ্ট, ভালবাসা, তেমনই অন্যদিকে রয়েছে কঠিন জেদ, স্বাধীনতার ইচ্ছা। সব মিলিয়ে অভিনয়ের অনেকটাই জায়গায় পেয়েছিলেন অদিতি রাও হায়দারি।
10/10

আর দর্শকেরা বলছেন, বিব্বোজানে চরিত্রে দুর্দান্ত মানিয়েছে অদিতিকে। তাঁকে ছাড়া এই চরিত্র এত ভালভাবে আর কেউ ফুটিয়ে তুলতেই পারত না।
Published at : 23 May 2024 02:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
