এক্সপ্লোর
Deepika-Ranveer: মুম্বইয়ের গরমে কালো কোট, টুপি.. 'ব্যাঙ্ক ডাকাতি করতে যাচ্ছেন নাকি', ট্রোলড দীপিকা-রণবীর
Deepika Padukone and Ranveer Singh: দুজনেই এদিন রঙমিলান্তি করে পরেছিলেন কালো পোশাক। রণবীরের চোখে ছিল কালো চশমা। তবে এ গি আদৌ বিমান সফরে যাওয়ার পোশাক? সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরাই।

কালো পোশাক পরে 'হাসির পাত্র' দীপিকা রণবীর!
1/10

তাঁরা বলিউডের পাওয়ার কাপল। তাঁদের হাতে হাত রেখে দেখলেই ছেঁকে ধরেন ছবিশিকারীরা। দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁদের বিমানবন্দরে তোলা তাঁদের একটি ভিডিও। কিন্তু বিধি বাম। প্রশংসার বদলে সেই ভিডিও দেখেই ধেয়ে এল কটাক্ষ।
2/10

কেন? কারণ হল দীপিকা ও রণবীরের পোশাক। দুজনেই এদিন রঙমিলান্তি করে পরেছিলেন কালো পোশাক। রণবীরের চোখে ছিল কালো চশমা। তবে এ গি আদৌ বিমান সফরে যাওয়ার পোশাক? সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরাই।
3/10

রণবীরের পরণে ছিল কালো টি শার্ট ও প্যান্ট। তার ওপরে একটি লম্বা কালো উইন্টার কোট। মাথায় শীতের টুপি। চোখে রোদচশমা। অন্যদিকে রোদচশমা ছিল দীপিকার চোখেও। তিনি কালো রঙের একটি ফুল হাতা কো অর্ড সেট পরেছিলেন।
4/10

সোশ্যাল মিডিয়ায় রণবীর ও দীপিকার এই লুক ছড়িয়ে পড়তেই তা ভাইরাল। নেটিজেনদের বক্তব্য, এ কি আদৌ বিমান সফর করার পোশাক, নাকি তাঁরা ব্য়াঙ্ক ডাকাতি করতে যাচ্ছেন?'
5/10

এর আগেও কালো পোশাকে একাধিক রঙ মিলান্তি করেছেন রণবীর দিপীকা। তবে অনুরাগীদের মধ্যে সেগুলি বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু এবার দীপিকা রণবীরের এই রঙমিলান্তি মেন ধরল না অনুরাগীদের।
6/10

মুম্বইতে বর্তমানে ভীষণ গরম। এই গরমে এমন ফুল হাতা কালো পোশাক পরেছেন বলেই ট্রোলের স্বীকার হতে হয়েছে। অনেকেই বলছেন, এত গরমে কীভাবে এমন ফুল হাতা পোশাক, কোট পরে রয়েছেন তাঁরা?
7/10

অন্যদিকে সামনেই 'ডন ৩'-র শ্যুটিং শুরু করার কথা রণবীর সিংহের। এর আগে পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। তবে শোনা যাচ্ছে, মার্চ মাস থেকে 'ডন ৩'-র শ্যুটিং শুরু করবেন তিনি। এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা আডবাণী। কাজেই এখন খোঁজ চলছে নতুন নায়িকার।
8/10

দীপিকা ও রণবীরের সংসারে এসেছে ছোট্ট দুয়া। এখন তাঁকে ঘিরেই দীপিকা ও রণবীরের জীবন আবর্তিত হচ্ছে। তবে এদিন দীপিকা ও রণবীরের সঙ্গে দেখা গেল না ছোট্ট দুয়াকে। স্বামী স্ত্রী হাতে হাত রেখেই এসেছিলেন বিমানবন্দরে।
9/10

অন্যদিকে, ধীরে ধীরে কাজে ফিরছেন দীপিকাও। ইতিমধ্যেই একাধিক ফ্যাশন শো-এ অংশ নিয়ে ফেলেছেন তিনি। গিয়েছেন দেশের বাইরেও। তবে দুয়াকে রেখে এখনই তিনি সিনেমার শ্যুটিংয়ে ফিরবেন কি না, সেটাই দেখার।
10/10

সিনেমায় ফিরছে দীপিকার হাতে প্রথম প্রোজেক্ট ই রয়েছে 'কল্কি ২'। কাজে ফিরে 'কল্কি ২'-এর শ্যুটিংই শুরু করবেন তিনি।
Published at : 16 Mar 2025 01:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ফ্যাক্ট চেক
জেলার
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
