এক্সপ্লোর
Eken Babu Cast: একেনবাবুর গল্পে অভিনেতা যোগ, চমক হয়ে থাকছেন শাশ্বত, ইশা, গৌরব
Eken Babu Cast Announcement: এবারের একেন-এর টিমে হয়েছে একাধিক অভিনেতা যোগ। নজর রাখা যাক সেই খবরে।
একেনবাবুর গল্পে অভিনেতা যোগ!
1/11

এবার একেনবাবু পাড়ি জমাচ্ছেন বেনারসে। একেনবাবুর নতুন গল্প 'বেনারসে বিভীষিকা'-র শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গোটা টিম এখন বেনারসে শ্যুটিংয়ে ব্যস্ত। আর এবারের একেন-এর টিমে হয়েছে একাধিক অভিনেতা যোগ। নজর রাখা যাক সেই খবরে।
2/11

এবারেও একেন রহস্যের পরিচালক হিসেবে থাকছেন জয়দীপ মুখোপাধ্যায়। একেনবাবুর চরিত্রে যথারীতি দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। বাপির চরিত্রে আগের মতোই থাকছেন সুহোত্র মুখোপাধ্যায়।
Published at : 19 Mar 2025 05:01 AM (IST)
আরও দেখুন






















