এক্সপ্লোর
Akash Kushum: ছোটপর্দায় রক্তিম-ডালির গল্প, প্রকাশ্যে 'আকাশ কুসুম' ধারাবাহিকের প্রথম লুক
সান বাংলায় আসতে চলেছে নতুন একটি ধারাবাহিক 'আকাশ কুসুম'। আর এই ধারাবাহিকেই ফের একবার ছোটপর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে। সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী কথা চক্রবর্তী।

আকাশ কুসুম বাংলা সিরিয়াল
1/10

সান বাংলায় আসতে চলেছে নতুন একটি ধারাবাহিক 'আকাশ কুসুম'। আর এই ধারাবাহিকেই ফের একবার ছোটপর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে। সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী কথা চক্রবর্তী।
2/10

ধারাবাহিকের কাহিনি গড়ে উঠেছে মুখার্জী বাড়িকে কেন্দ্র করে। সেই বাড়িতে পরিচারিকার কাজ করতেন ডালির মা ঝর্ণা।
3/10

সেই ঝর্ণাকেই একদিন মিথ্যে চুরির অপবাদ দেওয়া হয়, বাড়ির লোকেদের তৎপরতায় পুলিশ ধরে নিয়ে যায় ঝর্ণাকে।
4/10

আর ঝর্ণার মেয়ে ডালিও বড় হয়ে উঠেছে এই মুখার্জী বাড়িতেই। সে প্রতিজ্ঞা করেছে যে তার যাই হয়ে যাক না কেন, কিছুতেই সে এই বাড়ির কোনও ক্ষতি হতে দেবে না।
5/10

আর ইতিমধ্যে মুখার্জীদের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রক্তিম দেববর্মণ অসদুপায়ে মুখার্জীদের ব্যবসা এবং বাড়িঘর সবই দখল করে নেয়।
6/10

পরিবারকে বাঁচাতে ডালি রক্তিমের দেওয়া বিয়ের প্রস্তাব মেনে নেয়। তবে একটা শর্ত আছে ডালির। রক্তিমকে মুখার্জীদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হবে।
7/10

রক্তিম জানতেন, মুখার্জী পরিবারের শেখর ডালিকে নিজের মেয়ের মতই ভালবাসেন। আর তাই ডালিকে বিয়ে করে তার উপর অত্যাচার করে শেখরকে কষ্ট দেওয়াই রক্তিমের উদ্দেশ্য ছিল।
8/10

কিন্তু কেন রক্তিম এমনটা চায়? কী রয়েছে তার মনের গোপনে? এত ঘৃণা কেন জমে আছে রক্তিমের মনে? সেই গল্পই বলবে 'আকাশ কুসুম'।
9/10

ডালি শত কষ্ট উপেক্ষা করেও দেববর্মণ বাড়িতে বিয়ে করে আসে। রক্তিম আর ডালির বিয়েটা কি টিকবে? রক্তিমের গোপন রহস্য কী জানতে পারবে ডালি? মায়ের অপবাদের প্রতিশোধ কি নিতে পারবে সে?
10/10

ধারাবাহিকটি পরিচালনা করছেন সৌমেন হালদার, স্নিগ্ধা বসুর গল্প অবলম্বনে এই ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন পায়েল চক্রবর্তী। গ্রে স্কেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় কিছুদিনের মধ্যেই সান বাংলায় আসছে 'আকাশ কুসুম'।
Published at : 05 Jan 2024 09:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
